Aadhaar Card : প্রতারকরা চুরি করছে আপনার আধারের তথ্য, কীভাবে রুখবেন জানেন ?
UIDAI Update: নামের সঙ্গে চুরি যাচ্ছে প্রয়োজনীয় তথ্য। আপনার আধার কার্ডে তথ্য একবার চুরি গেলেই হতে পারে বড় বিপদ।
UIDAI Update: নামের সঙ্গে চুরি যাচ্ছে প্রয়োজনীয় তথ্য। আপনার আধার কার্ডে তথ্য একবার চুরি গেলেই হতে পারে বড় বিপদ। প্রতারকদের জালিয়াতির শিকার হয়ে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই আগেভাগে সতর্ক হোন এই কাজ করে।
Aadhaar lock-unlock: আধার কার্ডেও হতে পরে চুরি
অন্য কোনও প্রতারক আপনার আধার কার্ডের অপব্যবহার করার আগেই ব্যবস্থা নিন। সহজেই লক করতে পারবেন আপনার Aadhaar বায়োমেট্রিক্স। Aadhaar কার্ড লক/আনলক করতে ব্যবহার করুন mAadhaar অ্যাপ। এই অ্যাপ ব্যবহার না করলে https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock -এ মাধ্যমেও সমস্যার সমাধান করতে পারবেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে, এই পরিষেবার জন্য আপনার VID বা ভার্চুয়াল আধার আইডি থাকা বাধ্যতামূলক৷
mAadhaar app: ওয়েবসাইটে আধার লক ও আনলক করবেন কীভাবে
১ আধার কার্ড লক করার পরে আপনি আধার নম্বর ব্যবহার করে তা যাচাই করতে পারবেন না।
২ সেই ক্ষেত্রে VID বা ভার্চুয়াল আইডি ব্যবহার করে আধার যাচাই করতে পারবেন।
৩ এখানে গ্রাহককে আগে নিশ্চিত করতে হবে যে, সাম্প্রতিক ভিআইডি ব্যবহারকারীর কাছেই রয়েছে। অন্যথায় এই ভিআইডি নতুন করে পাওয়ার জন্য ইউজার 1947 নম্বরে এসএমএস পাঠাতে পারেন। RVID (UID-এর শেষ 4 বা 8 সংখ্যা) উদাহারণ- RVID 1234
৪ UID লক/আনলক করার জন্য VID থাকাটা বাধ্যতামূলক।
mAadhaar অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক্স লক করুন এইভাবে
১ mAadhaar অ্যাপ খুলুন ও ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন
২ প্রোফাইলে ক্লিক করুন
৩ অ্যাপের ওপরে ডানদিকের মেনু বিকল্পে ট্যাপ করুন
৪ 'বায়োমেট্রিক সেটিংস' এ ক্লিক করুন
৫ 'বায়োমেট্রিক লক সক্রিয় করে অপশনে একটি টিক দিন
৬ এখানে একটি পপ আপ দেখতে পারবেন। যেখানে বলা হবে, বায়োমেট্রিক্স এখনও পরবর্তী ছয় ঘণ্টার জন্য ব্যবহার করা যেতে পারে।
৭ এবার ‘OK’বটনে ক্লিক দিন। এই কাজ করার পরই আপনার আধারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে।
৮ এই ওটিপি একবার এন্টার করলেই আপনার আধার লক হয়ে যাবে।
আধার কার্ডের বায়োমেট্রিক্স আনলক করুন এইভাবে
১ mAadhaar অ্যাপ খুলুন ও মেনুতে ক্লিক করুন
২ ড্রপ-ডাউন থেকে 'বায়োমেট্রিক সেটিংস'-এ ক্লিক করুন
৩ একটি মেসেজ আসবে। যেখানে লেখা থাকবে - "আপনার বায়োমেট্রিক্স সাময়িকভাবে আনলক করা হচ্ছে।" আপনার ফোনের স্ক্রিনে ফ্ল্যাশ হবে।
৪ ‘Yes’-এ ক্লিক করুন ১০ মিনিটের মধ্যে আপনার বায়োমেট্রিক আনলক হয়ে যাবে।
KMC Recruitment 2023: কলকাতা পুরসভায় স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ টি পদে চাকরির সুযোগ