Ukraine- Russia War : সঙ্কট - মুক্তি, দেশের মাটি ছুঁল রোমানিয়া থেকে ১৮২ জনকে নিয়ে ফেরা সপ্তম বিমান
মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
মুম্বই : ইউক্রেন থেকে ভারতে ফিরল সপ্তম অপারেশন গঙ্গা (Operation Ganga) ফ্লাইট। রোমানিয়ার বুখারেস্ট (Bucharest ) থেকে আজ সকালে মুম্বই পৌঁছন ১৮২ জন ভারতীয়। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।
এখনও ইউক্রেনে আটকে রয়েছেন অনেক ভারতীয়। তাদের মধ্যে রয়েছেন আমাদের রাজ্যের অনেক পড়ুয়া। এই অবস্থায়, আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী দেশে যাচ্ছেন মোদী সরকারের চার মন্ত্রী। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যাবেন রোমানিয়া। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু যাবেন স্লোভাকিয়ায়। হাঙ্গেরি যাবেন পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি। এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং পোল্যান্ডে যাবেন।
এই অবস্থায়, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে রাজনৈতিক বিরোধিতা সরিয়ে রেখে, ভারতীয়দের ফেরানোর বিষয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে এবং পীড়িতদের সাহায্যের হাত বাড়াতে দল নির্বিশেষে আমরা আমাদের জাতীয় পতাকার নীচে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াব। চিঠিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে। পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যায় কিনা ভেবে দেখতে পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে বিশ্বে শান্তি রক্ষায় ভারতকে নেতৃত্ব দিতে হবে।