Satyendar Jain Arrested : হাওয়ালা কেলেঙ্কারিতে গ্রেফতার কেজরিওয়াল-সরকারের স্বাস্থ্যমন্ত্রী
AAP Leader Arrested: কলকাতার এক কোম্পানির সঙ্গে হাওয়ালার লেনদেনে জড়িত থাকার একটি মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
AAP Leader Arrested: কলকাতার এক কোম্পানির সঙ্গে হাওয়ালার লেনদেনে জড়িত থাকার একটি মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গত মাসেই ইডির কাছে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে কেজরিওয়ালের মন্ত্রীর পরিবার ও কোম্পানির নামে ৪.৮১ কোটির সম্পত্তি তালিকাভুক্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে আম আদামি সরকারের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও রয়েছে সত্যেন্দ্র জৈনের নামে। একাধারে স্বাস্থ্য ছাড়াও বিদ্যুৎ, গৃহ, পিডব্লিউডি, শিল্প, নগরোন্নয়ন, বন্যা, সেচ ও জল মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জৈন। শোনা যাচ্ছে, কলকাতার একটি কোম্পানির সঙ্গে হাওয়ালার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাওয়ালা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টানা জেরা করা হচ্ছিল তাঁকে। অবশেষে কেজরিওয়ালের মন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্র জানিয়েছে, ৫৭ বছর বয়সী জৈন আজ জিজ্ঞাসাবাদের সময় প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। যার পরে তাকে দিল্লিতে এজেন্সির কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে। ইডি সম্প্রতি অকিনচান ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, ইন্দো মেটাল ইমপেক্স প্রাইভেট লিমিটেড, পারিয়াস ইনফোসোলিউশনস প্রাইভেট লিমিটেড, মঙ্গলায়তন প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জেজে আইডিয়াল এস্টেট প্রাইভেট লিমিটেডের 4.81 কোটি টাকার স্থাবর সম্পত্তি অ্যাটাচ করেছে। ইডির নজরে এসেছে, স্বাতী জৈন, সুশীলা জৈন ও ইন্দু জৈনের সম্পত্তিও । এই তিন মহিলাই দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয়।
ইতিমধ্যেই জৈনের গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়েছেন AAP বিধায়ক সোমনাথ ভারতী। তাঁর অভিযোগ, এজেন্সির "অপব্যবহার" করছে বিজেপি। ভারতী বলেন, "ইডি কোনও দেবতা নয়। আমাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ার ফলেই এই কাজ করানো হচ্ছে। আমি নিশ্চিত যে উনি এর থেকে বেরিয়ে আসবেন। " এই নিয়ে বিজেপিকে একহাত নিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ট্যুইটারে তিনি বলেন, ''হিমাচলপ্রদেশে দলের নির্বাচনের দায়িত্ব রয়েছে জৈনের হাতে। এখনও নির্বাচন বাকি। তাই এই ধরনের কাজ করানো হচ্ছে।''
আরও পড়ুন : UPSC 2021 Topper: ইউপিএসসির শীর্ষে জেএনইউ-এর প্রাক্তন ছাত্রী , কে এই শ্রুতি শর্মা ?