Cleanliness Drive: উদ্ধার হারানো জমি, আবর্জনা বেচে অক্টোবরে রোজগার ১ কোটির বেশি, জানাল কেন্দ্র
Swachh Bharat Mission: অক্টোবর মাসে ১ কোটি টাকার বেশি আয় হয়েছে। উদ্ধার করা গিয়েছে ৯০ হাজার স্ক্যোয়্যার ফুট জায়গা।
নয়াদিল্লি: সাফাই অভিযান থেকে মোটা টাকা আয় কেন্দ্রীয় সরকারের (Swachh Bharat Mission)। আবর্জনা পরিষ্কার (Scrap Disposal) করে শুধুমাত্র জমি উদ্ধারই নয়, ১ কোটি টাকার বেশি আয় ঘরে তুলেছে কেন্দ্র। শুধুমাত্র অক্টোবর মাসেই এই সাফল্য মিলেছে বলে বিবৃতি প্রকাশ করে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)।
সাফাই অভিযান চালিয়েই ১ কোটি টাকার বেশি আয় কেন্দ্রের
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে জানায়, সাফাই অভিযানে বিশেষ উদ্যোগী হয়েছিল সরকার। তার দ্বিতীয় পর্যায়ে অক্টোবর মাসে ১ কোটি টাকার বেশি আয় হয়েছে। উদ্ধার করা গিয়েছে ৯০ হাজার স্ক্যোয়্যার ফুট জায়গা (Cleanliness Drive)।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তাদের বিশেষ অভিযানের আওতায় ১১ হাজার ৫৫৯টি জায়গায় সাফাই কর্মসূচি চালানো হয় অক্টোবর মাসে, যার মধ্যে ছিল মাঠ-ঘাট, খোলা জায়গা, প্রত্যন্ত এলাকাও। বিভিন্ন রাজ্যের সরকার, সাংসদদেরও সক্রিয় যোগদান পাওয়া যায়। এই সংক্রান্ত অভাব-অভিযোগেরও সমাধান করা গিয়েছে।
আরও পড়ুন: TATA Group: আইফোনের সরঞ্জাম তৈরির বরাত, ৪৫ হাজার মহিলা নিয়োগে আগ্রহী টাটা, মিলবে থাকা-খাওয়ার সুবিধাও
কেন্দ্র জানিয়েছে, সাফাই অভিযানের আওতায় তাদের কাছে মোট ৫ লক্ষ ১৫ হাজার অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত জায়গা শনাক্ত করে কর্মসূচি চালানো হয়। জেলা ও স্থানীয় প্রশাসনও এ ব্যাপারে উদ্যোগী হয়েছিল। তাতে ৪ লক্ষ ৭৭ হাজার ফাইল পর্যালোচনা করে দেখা সম্ভব হয়েছে।
স্বচ্ছ ভারত অভিযানে'র আওতায় সাফাই কর্মসূচি চালানো হয়
সেই মতো সাফাই অভিযান চালিয়ে, আবর্জনা ছেঁটে বিক্রি করা হয়। তা থেকেই ১ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৫১০ টাকা উঠে এসেছে। আবর্জনা মুক্ত করে উদ্ধার করা গিয়েছে ৯৯ হাজার ৫২৫ স্কোয়্যার ফুট জায়গা। এ বছকর ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলে এই দ্বিতীয় দফার এই সাফাই অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'স্বচ্ছ ভারত অভিযানে'র আওতায়, গোটা কর্মসূচি সম্পন্ন হয়।
এর আগে, সম্প্রতি ‘স্বচ্ছ ভারত সর্বেক্ষণ ২০২২’ পুরস্কারও প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২০২৪ সালে প্রথম দফায় ‘স্বচ্ছ ভারত অভিযানে’র সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আওতায় প্রত্য়েক বাড়িতে শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রাও রাখা হয়।