(Source: ECI/ABP News/ABP Majha)
Punjabi Singer Dead: পঞ্জাবে তারকা কংগ্রেস নেতাকে গুলি করে খুন, এক দিন আগেই কমানো হয় নিরাপত্তা
Sidhu Moose Wala: এই ঘটনায় পঞ্জাবের আপ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, খরচ কমানোর বাহবা কুড়োতে পঞ্জাব সরকার ইচ্ছাকৃত ভাবে লিখিত তালিকা প্রকাশ করা হয়।
চণ্ডীগড়: পঞ্জাবে গুলি করে খুন তারকা কংগ্রেস (Congress) নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala)। মহিন্দ্রা থর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সিধু। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালান বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন সিধুর দুই সঙ্গীও। সিধুকে লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাঁর দুই সঙ্গী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পঞ্জাবে গুলি করে খুন গায়ক তথা কংগ্রেস নেতাকে
রবিবার পঞ্জাবের (Punjab) মানসা জেলার জাওয়ারকে গ্রামে এই ঘটনা ঘটেছে। গাড়িতে চালকের আসনে ছিলেন সিধু। সরাসরি তাঁকে নিশানা করেই গুলি চালানো হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এর বিছনে মাফিয়াদের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ, কানাডা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে সম্প্রতি একাধিক বার অভিযোগ করেন সিধু। তার জন্য চার বন্দুকধারী মোতায়েন করে নিরাপত্তাও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শনিবারই ৪২৪ জনের তালিকা প্রকাশ করে তা আংশিক প্রত্যাহার করে নেওয়া হয়। চার জনের বদলে দু’জনকেই রাখার কথা জানায় সরকার। তার পরই খুন হলেন সিধু।
এই ঘটনায় পঞ্জাবের আপ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, সাধারণত নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিকে গোপনে জানানো হয়। কিন্তু খরচ কমানোর বাহবা কুড়োতে পঞ্জাব সরকার ইচ্ছাকৃত ভাবে লিখিত তালিকা প্রকাশ করে বলে অভিযোগ বিরোধীদের। সিধুর নিরাপত্তা কমেছে জানতে পেরেই হামলা চালানো হয় বলে অভিযোগ তাঁদের। পঞ্জাব সরকার এ নিয়ে কোও প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন: Mamata Banerjee: 'প্রাপ্য বকেয়া না দিলে বাংলা থেকে দিল্লি ছড়াবে আন্দোলন', হুঁশিয়ারি মমতার
পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস যোগদান করেন সঙ্গীতশিল্পী সিধু। মানসা থেকেই কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু আম আদমি পার্টির বিজয় সিঙ্গলার কাছে হেরে যান, দুর্নীতির অভিযোগে সম্প্রতি এই বিজয় সিঙ্গলারই মন্ত্রিত্ব কেড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রীয় ভগবন্ত মান।
গত বছরই কংগ্রেসে যোগ দেন সিধু
আদতে এই মানসারই বাসিন্দা সিধু। গতবছর নভেম্বরে কংগ্রেসে যোগদান। নজর সিংহ মানশাহিয়াকে সরিয়ে সিধুকে সেখানকার টিকিট দেয় কংগ্রেস। তার জন্য দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন নজর সিংহ।