Sirathu Election Result 2022: নিজের কেন্দ্রে পিছিয়ে উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ, তবে উত্তরপ্রদেশে ফের যোগী সরকারই
Sirathu Assembly Election Result 2022: সকাল ১১টা পর্যন্ত ভোটগণনার যে পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে কৌশম্বীর সিরাথু কেন্দ্রে ৬ হাজার ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন পল্লবী।
লখনউ: পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election) ফের গেরুয়া সরকারই আসতে চলেছে। তার মধ্যেও নিজের কেন্দ্রে পিছিয়ে পড়লেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র ওজনদার প্রার্থী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya)। নিজের কেন্দ্র সিরাথুতে (Sirathu Assembly Election Result 2022) ৪৫৫ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি। তাঁকে পিছনে ফেলে দিয়েছেন সমাজবাদী পার্টির পল্লবী পটেল। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেলের বোন তিনি।
সকাল ১১টা পর্যন্ত ভোটগণনার যে পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে কৌশম্বীর সিরাথু কেন্দ্রে ৬ হাজার ৬৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন পল্লবী। তবে কেশবের প্রাপ্ত ভোট ৬ হাজার ১৮৯। পঞ্চম দফায় ভোট হয় সিরাথু কেন্দ্রে। এখনও পর্যন্ত দু’রাউন্ড গণনা হয়েছে সেখানে।
তবে নিজে পিছিয়ে থাকলেও, দলের জয়ে উচ্ছ্বসিত কেশব। গণনা চলাকালীন টুইটারে কেশব লেখেন, 'সপা জোটের বড় বড় নেতাদের প্রত্যাখ্যান করেছেন মানুষ। বিজেপি-কে বদনাম করতে যন্ত্রের মতো মিথ্যা বলে গিয়েছেন অখিলেশ যাদব।' তিনি আরও লেখেন, 'নয়ি হাওয়া হ্যায়, সপা সাফ হ্যায়, বেবজাহ অখিলেশ খফা হ্য়ায়', যার বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায়, 'নতুন হাওয়া, সপা সাফ, অকারণে ক্ষুব্ধ অখিলেশ।'
नई हवा है।
— Keshav Prasad Maurya (@kpmaurya1) March 10, 2022
सपा सफ़ा है।
बेवजह अखिलेश ख़फ़ा हैं!
এ বারের নির্বাচনে যোগী আদিত্যনাথের সরকারের ৪২ জন মন্ত্রী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ভোট ঘোষণার পর সরকারি পদ থেকে ইস্তফা দেন তিন মন্ত্রী। তাঁদের ফলাফলের দিকেও চোখ রয়েছে সকলের।
আরও পড়ুন: Uttarakhand Election Result 2022: উত্তরাখণ্ডের ফল নিয়ে আশাবাদী হরিশ রাওয়াত, শুনুন কী বলছেন তিনি।
सपा गठबंधन के तथाकथित दिग्गज नेताओं को भी जनता ठुकरा रही है,भाजपा को बदनाम करने के लिए सपा के अखिलेश यादव जी ने झूठ बोलने की आटोमैटिक मशीन के रूप में काम किया था।
— Keshav Prasad Maurya (@kpmaurya1) March 10, 2022
উত্তরপ্রদেশে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যেই মূল লড়াই। এ ছাড়াও দৌড়ে রয়েছে কংগ্রেস, বহুজন সমাজ পার্টি এবং একাধিক আঞ্চলিক দল। তবে এ দিন ১১টা পর্যন্ত সেখানে ২৫০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।