Mahakumbh: প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই আড়াইশোর বেশি তাঁবু
Prayagraj Mahakumbh: প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বরে ভয়াবহ আগুন লেগেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে আড়াইশোর বেশি তাঁবু। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে খবর।

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মেলা চত্বরের পাশে তাঁবুতেও আগুন লেগে গিয়েছে। সেক্টর ১৯-এর কয়েকটি তাঁবুতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। মহাকুম্ভ মেলা চত্বরে আগুন লাগায় হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। বেশ কয়েকটি তাঁবু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ২৬০টি তাঁবু। গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে বলে খবর। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে এসে যায় সেক্টর ১৯। কালো ধোঁয়ায় ঢেকেছে কুম্ভমেলা চত্বর। এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি-আতঙ্ক পড়ে গিয়েছে। তাঁবুর মধ্যে থাকা সন্ন্যাসীদের যাবতীয় জিনিসপত্র পুড়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের প্রায় ২০টি ইঞ্জিন। প্রাণহানি না হলেও বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বরের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে যে জন্য যে সমস্ত দাহ্য পদার্থ দেখা যাচ্ছে, সেগুলি লাঠি দিয়ে ভেঙে নষ্ট করে দিচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশের বিশাল টিম। উদ্ধারকাজে গিয়েছে এনডিআরএফ বাহিনীও। একের পর এক তাঁবুতে নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। আড়াইশোর বেশি তাঁবুর ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ধর্মসংঘ এবং গীতাপ্রেসের আখড়া ছিল ওই অংশে, এমনটাই জানা গিয়েছে। সেখানেই আগুন লাগে। তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তাঁবুতে থাকা সকলকেই নিরাপদে সরানো সম্ভব হয়েছে। বাকি সিলিন্ডার সরানো সম্ভব হয়েছে। কিন্তু ২৬০টি তাঁবু পুড়ে খাক হয়ে গিয়েছে চোখের নিমেষে।
পুরো কুম্ভ চত্বরে বাঁশ এবং কাপড়ের পরিকাঠামো রয়েছে। তাই আগুন ছড়িয়ে গেলে ভয়াবহ বিপত্তি হবে। সেই জন্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স এবং এনডিআরএফের টিম। আগুন নিয়ন্ত্রণে এসেছে। যেসব অংশে অল্প আগুনের আঁচ আছে সেটাও নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পৌঁছে গিয়েছে মেডিক্যাল টিমও। কোনওভাবেই আগুন যাতে আর বাড়তে না পারে এবং ছড়িয়ে না পড়ে, সেই দিকেই নজর দিয়েছেন উদ্ধারকারী সমস্ত দল। আপাতত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার যে মেলা চত্বরে আগুন লেগেছে সেখান থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার কারণে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কেউ আহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
