Sonia Gandhi : 'কংগ্রেসের পুনরুত্থান দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি' দলের বৈঠকে বার্তা সনিয়ার
Sonia Gandhi Update : জোরাল হয় সেই প্রশ্ন, কংগ্রেসের ভবিষ্যত কী? ঘুরে দাঁড়ানো কি আদৌ সম্ভব?
নয়াদিল্লি : ১০ মার্চ ৫ রাজ্যের বিধানসভার ফল বের হয়। তাতে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস (Congress)। আরও একবার ব্যর্থ হল রাহুল গাঁধী ( Rahul Gandhi )। প্রথমবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশে চরম অসফল হলেন প্রিয়ঙ্কা গাঁধীও। আরও তলানিতে চলে যায় কংগ্রেস! আরও অন্ধকারে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি! আরও ধাক্কা খেল ব্র্যান্ড গাঁধী। আরও জোরাল হয় সেই প্রশ্ন, কংগ্রেসের ভবিষ্যত কী? ঘুরে দাঁড়ানো কি আদৌ সম্ভব? না কি মোদির ‘কংগ্রেস মুক্ত ভারতের’ ডাক সফল হতে চলেছে?
ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার ডাক দিলেন সনিয়া গাঁধী
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ ফের কংগ্রেসকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলার ডাক দিলেন নেত্রী ( Sonia Gandhi )। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেসের পুনরুত্থান শুধু কংগ্রেসের নয়, দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি। বলেন সনিয়া । তিনি সদস্যদের উদ্দেশে বলেন 'আমাদের প্রতিরোধ ক্ষমতা প্রবল পরীক্ষার মুখে পড়বে। কেন্দ্রের শাসক দল টানা নিশানা করছে বিরোধীদের। ' বৈঠকে মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ সনিয়ার।
সনিয়া বলেন, ' হুমকি দেওয়ার এই রণকৌশলে ভীত নয় কংগ্রেস। আমাদের চুপ করানো যাবে না। রাজ্যে রাজ্যে বিভেদ ছড়ানোর কর্মসূচি নিচ্ছে বিজেপি। ইতিহাসকে বিকৃত করছে তারা। ' হুঁশিয়ারি কংগ্রেস সভানেত্রীর।
৫ রাজ্যের বিধানসভার ফলকে "আশ্চর্জনক এবং বেদনাদায়ক" বলেন তিনি। কংগ্রেস সভানেত্রী মঙ্গলবার বলেন, দলের জন্য সামনের রাস্তা "আগের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং, দলের নিষ্ঠা, সংকল্প এবং চেতনার পরীক্ষা হবে আগামীতে ''
कांग्रेस अध्यक्षा श्रीमती सोनिया गांधी जी ने कांग्रेस संसदीय दल की बैठक को सम्बोधित किया।
— Congress (@INCIndia) April 5, 2022
कांग्रेस संसदीय दल की बैठक में महत्वपूर्ण मुद्दों पर चर्चा की। pic.twitter.com/P3y53SYoJF