Spicejet Flight: মাঝ আকাশে বিমানে আগুন, জরুরি অবতরণ পাটনায়
Flight Emergency Landing: পাটনা থেকে দিল্লি যাচ্ছিল স্পাইস জেটের বিমানটি। টেক অফের পর ইঞ্জিন বিকল হয়ে মাঝ আকাশে বিমানে আগুন লেগে যায়।
পাটনা: মাঝ আকাশে বিমানে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ১৮৫ জন যাত্রী। পাটনা থেকে দিল্লি যাচ্ছিল স্পাইস জেটের (Spice Jet) বিমানটি। টেক অফের পর ইঞ্জিন বিকল হয়ে মাঝ আকাশে বিমানে আগুন লেগে যায়। পাইলটের তত্পরতায় পাটনা বিমানবন্দরে ফেরত এসে জরুরি অবতরণ বিমানের।
#WATCH Delhi bound SpiceJet flight returns to Patna airport after reporting technical glitch which prompted fire in the aircraft; All passengers safely rescued pic.twitter.com/Vvsvq5yeVJ
— ANI (@ANI) June 19, 2022
ঠিক কী ঘটেছে?
এএনআই সূত্রে খবর, মাঝ আকাশে কোনও রকম সমস্যার কারণে বিমানটির বাঁদিকে উইংয়ে আগুন দেখা যায়। ধোঁয়া বেরোতে থাকে। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেন, 'বিমানের বাঁদিকের ডানায় আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে অবতরণ করানো হয় বিমানটিকে। দুটি ব্লেডও বেঁকে গিয়েছিল।ফুলেশ্বরী শরিফের বাসিন্দারা ওই বিমানটি দেখতে পান, তাঁরাই সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দিয়েছেন।' আপাতত মনে করা হচ্ছে যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনার মূল কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য:
পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 'পাটনা থেকে দিল্লিগামী স্পাইস জেটের বিমানের একটি ইঞ্জিনে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। সেটি নিরাপদভাবেই অবতরণ করা হয়েছে। ১৮৩ জন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং ২ শিশু ছিল যাত্রীদের মধ্যে।'
এএনআই সূত্রে খবর,. যদিও ডিসিজিএ (DCGA)-এর তরফে জানানো হয়েছে পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে একটি ইঞ্জিনে সমস্যা হয়, সেই কারণে ফিরে এসেছে বিমানটি। এমন ঘটনায় যাত্রীদের এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও অবতরণের পরেই যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: ফের শুরু পোলিও টিকাকরণ, কোন কোন রাজ্যে টিকা শিবির?