Swara Bhaskar News:খুনের হুমকি স্বরা ভাস্করকে, অভিযোগ মুম্বই পুলিশে
Death Threat To Swara Bhaskar: চিঠি পাঠিয়ে খুনের হুমকি বলি-অভিনেত্রী স্বরা ভাস্করকে। অভিনেত্রীর অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে ভারসোভা থানার পুলিশ। কে চিঠি পাঠাল, স্পষ্ট নয়।
মুম্বই: খুনের হুমকি (death threat) পেলেন বলি-অভিনেত্রী স্বরা ভাস্কর (swara bhaskar)।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারসোভা পুলিশ স্টেশনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এর মধ্যেই অভিযোগ জানিয়েছেন স্বরা।
সূত্রের খবর,মুম্বইয়ের ভারসোভায় অভিনেত্রীর বাসভবনের ঠিকানায় স্পিড পোস্ট মারফৎ কেউ বা কারা একটি চিঠি পাঠিয়েছিল। সেখানেই খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার থেকে তদন্ত শুরু করেছ পুলিশ।
কী লেখা চিঠিতে?
পিটিআই-র রিপোর্ট অনুযায়ী, হিন্দিতে লেখা চিঠিটিতে স্পষ্ট বলা বীর সাভারকরের অপমান এ দেশের যুবসমাজ মেনে নেবে না। নিচে সইয়ের জায়গায়,'দেশ কে নওজওয়ান' অর্থাৎ দেশের যুবসমাজ লেখা।
হঠাৎ কেন স্বরা ভাস্করকে এমন চিঠি পাঠানো হল, সেটার সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই সরব জওহরলাল বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। নিজের টুইটার হ্যান্ডেল থেকে ২০১৭ সালে একটি পোস্টে লেখেন,'জেল থেকে বেরোনোর জন্য ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। এর মধ্যে নিশ্চয়ই কোনও 'বীরত্ব'নেই...'
সরব স্বরা...
২০১৯ সালেও একটি ভিডিও টুইট করেন স্বরা। নিচে লেখা,'সবচেয়ে কাপুরুষকে 'বীরপুরুষ' বানানোর পরিকল্পিত চেষ্টা। 'বীর' সাভারকরকে বুঝতে চাইছি...'হালে উদয়পুরের নৃশংস হত্যার প্রতিবাদেও টুইট করেছিলেন অভিনেত্রী। লেখেন, '...তোমার ঈশ্বরের দোহাই দিয়ে যদি খুন করতে চাও, তা হলে নিজেকে দিয়ে শুরু করো। বিকৃতমনস্ক শয়তান!'
তবে খুনের হুমকি পাওয়া বি-টাউন তারকাদের তালিকায় স্বরার আগেও রয়েছেন অনেকে। চলতি মাসের গোড়াতেই সলমন খান ও তাঁর বাবা সেলিম খানকে কেউ বা কারা খুনের হুমকি দেয় বলে অভিযোগ। কখনও না কখনও একই হুমকি পেয়েছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারও।
কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে এই হুমকির বিষয়ে গা আলগা দিতে নারাজ মুম্বই পুলিশ। ফলে কে বা কারা ওই চিঠি পাঠিয়েছে সে ব্যাপারে জোর কদমে খোঁজখবর শুরু হয়েছে।
আরও পড়ুন:টলি থেকে বলি, বিনোদন দুনিয়ার আজকের সেরা খবরগুলি এক ঝলকে