Tathagata Roy Tweet : 'এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন', মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তীক্ষ্ণ ট্যুইট তথাগতর
Tathagata Roy Mocks Mamata Bandyopadhyay : 'এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন...এইসব নেতা ধরে আনার যে খরচ সেটা যে পশ্চিমবঙ্গবাসীর পকেট থেকেই যাচ্ছে তা যেন আমরা ভুলে না যাই।'
কলকাতা : ট্যুইট বাণে তিনি বারবার বিদ্ধ করছিলেন বঙ্গ বিজেপিকে। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি চূড়ান্ত ব্যাঙ্গ করলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তথাগতর মন্তব্য , 'শখ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হবেন। এদিকে বাংলাভাষী ত্রিপুরা পর্যন্ত পিছলে গেল হাত থেকে। '
শখ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হবেন। এদিকে বাংলাভাষী ত্রিপুরা পর্যন্ত পিছলে গেল হাত থেকে। তাই কোথায় গোয়া, কোথায় হরিয়ানা, এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন।
— Tathagata Roy (@tathagata2) December 1, 2021
তা কষুন। কিন্তু এইসব নেতা ধরে আনার যে খরচ সেটা যে পশ্চিমবঙ্গবাসীর পকেট থেকেই যাচ্ছে তা যেন আমরা ভুলে না যাই।
এখন মহারাষ্ট্র সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ১টায় নরিম্যান পয়েন্টের ওয়াই বি চবন সেন্টারে মুম্বইয়ের বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। এরপর দুপুর ৩টে নাগাদ তিনি যাবেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবন সিলভার ওক-এ। জাতীয় ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হওয়ার কথা। দিল্লির রাজনীতিতে শরদ পাওয়ারের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এনসিপি প্রধানের সঙ্গে কংগ্রেসেও সুসম্পর্ক রয়েছে। তাই সেই দিক থেকেও এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগে দিল্লি গিয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন হেভিওয়েট নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। গোয়া সফরে গিয়েও সভা করেন। সেখানে একাধিক তারকা ঘাসফুল শিবিরে যোগ দেন।
তৃণমূলের এই তৎপরতাকে ব্যাঙ্গ করেই তথাগতর ট্যুইট, 'কোথায় গোয়া, কোথায় হরিয়ানা, এক একটা বিক্ষুব্ধ নেতা ধরে পায়ঁতারা কষছেন। তা কষুন। কিন্তু এইসব নেতা ধরে আনার যে খরচ সেটা যে পশ্চিমবঙ্গবাসীর পকেট থেকেই যাচ্ছে তা যেন আমরা ভুলে না যাই।'
মমতা মুম্বই গিয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন!
— Tathagata Roy (@tathagata2) December 1, 2021
এসব তো শুধু পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে বেকার ছেলেদের ধোঁকা দেওয়ার জন্য !
যিনি বিক্ষোভ করে টাটার মতো শিল্পপতিকে তাড়িয়েছেন, অর্ধেক তৈরী কারখানা ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন তাঁর ডাকে কত শিল্প আসবে আপনারাই বুঝে নিন।
অপর একটি ট্যুইটে তথাগত লেখেন, 'মমতা মুম্বই গিয়ে শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন! এসব তো শুধু পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে বেকার ছেলেদের ধোঁকা দেওয়ার জন্য ! যিনি বিক্ষোভ করে টাটার মতো শিল্পপতিকে তাড়িয়েছেন, অর্ধেক তৈরী কারখানা ভেঙে ধুলোয় মিশিয়ে দিয়েছেন তাঁর ডাকে কত শিল্প আসবে আপনারাই বুঝে নিন।'