The Great khali: টোল চাওয়ায় মেজাজ হারালেন খলি! টোলকর্মীকে মারধরের অভিযোগ, ঝামেলার ভিডিও ভাইরাল
Viral Video: দ্য গ্রেট খলি ওরফে দলীপ সিংহ রাণার বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি এখনও পর্যন্ত।

চণ্ডীগড়: আবদার থেকে তর্কাতর্কি, তার পর হাতাহাতি। বিতর্কে জড়ালেন তারকা কুস্তিগীর দ্য গ্রেট খলি (The Great Khali)। এক টোলকর্মীকে মারধরের অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে। পুলিশের সামনে টোলকর্মীর সঙ্গে তাঁর বচসার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (The Khali Slap)। তবে তাতে সরাসরি কারও গায়ে হাত তুলতে দেখা যায়নি খলিকে। যদিও তিতিবিরক্ত হয়েই তিনি আগ্রাসী হয়ে ওঠেন বলে স্বীকার করেছেন খলি (Viral Video)।
টোলকর্মীকে থাপ্পড় খলির!
দ্য গ্রেট খলি ওরফে দলীপ সিংহ রাণার বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি এখনও পর্যন্ত। তবে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় প্রথমে একজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। তার পর গাড়ি থেকে বেরিয়ে এসে এক টোলকর্মীর দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যেতেও দেখা যায়।
टोल टैक्स पर टोल कटवाने को लेकर रेसलर The Great Khali और टोल मुलाज़िमों के बीच हुई बहस #TheGreatKhlali #TollTax pic.twitter.com/FAnkZUBRWl
— Gagandeep Singh (@Gagan4344) July 11, 2022
আরও পড়ুন: Crocodile Swallows Boy: উগরে দিলে তবেই ছাড়, একরত্তিকে গিলে নেওয়ায় গ্রামবাসীদের হাতে বন্দি হল কুমির
সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশও। ওই টোলকর্মী মোবাইল ফোনে গোটা দৃশ্য ক্য়ামেরাবন্দী করছিলেন। পালাতে গেলে তাঁর কবজি ধরে ফেলেন খলি। টান মারেন। ভিডিওয় সেই দৃশ্য দেখেই খলির নিন্দায় সরব হয়েছেন সকলে। যদিও খলির বক্তব্য, "নিজস্বী তুলতে চেয়ে বার বার বিরক্ত করছিলেন। আমি বারণ করলে বিদ্বেষমূলক মন্তব্য় ছুড়ে দেন, গালি দেন।"
গোটা বিতর্কে মুখ খুলতে গিয়ে খলি বলেন, জলন্ধর থেকে কারনাল যাচ্ছিলেন তিনি। সেই সময় ওই টোলকর্মী নিজস্বী তোলার আবদার জুড়ে দেন। বার বার বারণ করলেও লাগাতার বিরক্ত করে যাচ্ছিলেন। উল্টে খারাপ ব্যবহার করতে শুরু করেন। তাতেই মেজাজ হারান তিনি।
সমালোচনার মুখে পড়লেন খলি
যদিও প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ উল্টো দাবি করছেন। তাঁদের অভিযোগ, টোল না দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন খলি এবং তাঁর সঙ্গীরা। ওই টোল কর্মী টোল চাইতেই এগিয়ে যান। তাতেই কুস্তিগীর মেজাজ হারান বলে অভিযোগ।






















