(Source: ECI/ABP News/ABP Majha)
Tripura : মাথা মুড়িয়ে ঘাসফুল শিবিরে, সেই তৃণমূলও ত্যাগ আশিসের
Ashish Das announces to quit TMC : গতবছর ৩১ অক্টোবরে আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলের যোগ দেন বিজেপির আশিস দাস
প্রসেনজিৎ সাহা, আগরতলা : ত্রিপুরা (Tripura) তৃণমূলে (TMC) যোগ দেওয়ার এক বছরের মধ্যেই ‘মোহভঙ্গ’। ক্ষোভ উগরে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন বিধায়ক আশিস দাস (Ashish Das)। "তৃণমূল-বিজেপির আঁতাঁত রয়েছে, কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে তৃণমূল।" দল ছাড়ার কথা ঘোষণা করে বিস্ফোরক মন্তব্য আশিস দাসের।
গতবছর ৩১ অক্টোবরে আগরতলায় (Agartala) অভিষেকের (Abhishek Banerjee) সভায় তৃণমূলের যোগ দিয়েছিলেন বিজেপির আশিস দাস। তার আগে কালীঘাট মন্দিরে যজ্ঞ করান। ন্যাড়াও হন। মাথা ন্যাড়া করে প্রায়শ্চিত্ত, শেষে আদিগঙ্গার জলে স্নান। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে, এমনই কাণ্ড করেছিলেন আশিস। আর আজ সেই তৃণমূলের বিরুদ্ধেই কড়া প্রতিক্রিয়া দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন এহেন আশিস।
তিনি বলেন, "কেন করব ? কার জন্য করব তৃণমূল কংগ্রেস ? আমার মতো বিধায়য়কে ওরা কাজে লাগাতে পারেনি। ত্রিপুরার মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। ত্রিপুরায় ক্ষমতায় আসার জন্য ঘাঁটি গেড়ে বসে থাকবেন বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, তা না হলে উনি এক বাপের ব্যাটা নন। কোথায় ওর প্রতিশ্রুতি ? পুরনোদের কোনও দায়িত্ব দিচ্ছে না। সম্পূর্ণ আলাদা করে রেখেছে। "
আরও পড়ুন ; উড়ানের আগেই যান্ত্রিক ত্রুটি ! অল্পের জন্য দুর্ঘটনা এড়াল বিপ্লব দেবের হেলিকপ্টার
এনিয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বলেন, "আশিস দাস কী বলতে চাইছেন বুঝতে পারছি না। তাঁর এত বড় ভিডিও থেকে এটুকু বোঝা গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করছেন। বেশ কয়েকমাস আগে স্বেচ্ছায় তৃণমূলে এসেছিলেন। দল তাঁকে যথেষ্ট সম্মান দিয়েছিল। তাঁকে কোর কমিটির সদস্য করা হয়েছিল। বারবার তাঁকে দলের বিভিন্ন মিটিং-মিছিলে যোগাযোগ করতে বলা হয়েছিল। তিনি কোথাও কোনও মিটিং-মিছিলে অংশগ্রহণ করেন না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দলের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। বারবার তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছিল। হতে পারে, তিনি হয়তো অন্য কোনও রাজনৈতিক দলের মদত পাচ্ছেন। তাঁদের কাছে একটা হয়তো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছেন।"