Ramesh Pokhriyal Hospitalised: এইমসে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল
কোভিড-১৯ পরবর্তী জটিলতার জন্য হাসপাতালে ভর্তি তিনি
নয়াদিল্লি: কোভিড-১৯ পরবর্তী জটিলতার জন্য হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আজ তাঁকে এইমসে ভর্তি করা হয়।
এই প্রেক্ষিতে আজ সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত ঘোষণা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ২১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই সময় ট্যুইটারে নিজেই সংক্রমিত হওয়ার খবর জানিয়েছিলেন। হোম আইসোলেশনেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠেন।
পরে, পুরোদমে কাজেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, ফের করোনা পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় তাঁকে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়।
সূত্রের খবর, রমেশ পোখরিয়ালকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসক নীরজ নিশ্চলের তত্ত্বাবধানে রয়েছেন।
এদিকে, সিবিএসই বোর্ড পরীক্ষা নিয়ে আজ গুরুত্বপূর্ণ ঘোষণার কথা ছিল। কিন্তু, শিক্ষামন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ায় তা সম্ভবত পিছিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
পরিবর্তিত পরিস্থিতিতে, সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছে, ঘোষণার জন্য তাদের ২ দিনের সময় দেওয়া হোক।
আগে, জানানো হয়েছিল, জুনের প্রথম সপ্তাহে সিবিএসই বোর্ড পরীক্ষা নিয়ে ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। গতকাল, সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালতে ওই কথা জানিয়েছিল কেন্দ্র।
কিন্তু, এখন পরিবর্তিত পরিস্থিতিতে, ২ দিনের সময় চাওয়ায় তা মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। কেন্দ্রের কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, ২ দিনের মধ্যে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।
এরপরই, মামলার শুনানি ৩ জুন পর্যন্ত মুলতুবি করে আদালত।
এর আগে, গত ২৩ মে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন সব রাজ্যের শিক্ষামন্ত্রীরাও।
৬ ঘণ্টার বৈঠকে কেন্দ্রের কাছে দ্বাদশের পরীক্ষা বাতিল না করারই প্রস্তাব রেখেছিলেন সব রাজ্যের শিক্ষামন্ত্রীরা। যে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেছিলেন সিবিএসই-র সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।