Group of men save snake from drowning সাপকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা... দেখুন ভিডিও
সচরাচর সাপের হাত থেকে কীভাবে মানুষ বাঁচে, সেই ঘটনাই উঠে আসে খবরের শিরোনামে। তবে এবার ডুবন্ত একটি সাপকে বাঁচাল কিছু যুবক। সেই ভিডিও ভাইরাল হল সোশ্য়াল মিডিয়ায়।
ঘটনাটি খুব বেশিদিন আগের নয়। গ্রামের এক কুয়োয় কোনওভাবে আটকে পড়ে একটি সাপ। অনেকক্ষণ ধরে সাপটি কুয়োর মধ্য়েই চলাফেরা করতে থাকে। কিন্তু কুয়ো থেকে বেরোনোর কোনও উপায় পায় না। অবশেষে কিছু যুবকের নজরে আসে বিষয়টি। সাপটিকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা করতে থাকে সেই যুবকেরা। তারপর?
এক যুবক সাপটিকে বাঁচাতে কুয়োর দেওয়াল ধরে কিছুটা নামে ও সাপটিকে তোলার চেষ্টা করে। স্বাভাবিক ভাবেই সাপটি ভয় পেয়ে সরে যায়। কিন্তু যুবকেরা চেষ্টা চালিয়েই যায়। এরপর দেখা যায় কুয়োর জলে ঝাঁপ দিয়ে সাপটিকে বাঁচানোর চেষ্টা করে আর এক যুবক। তারপর কিছুক্ষণ ধরে চলতে থাকে এই চেষ্টা। অবশেষে যুবকদের চেষ্টায় সাপটিকে কুয়োর বাইরে নিয়ে আসা সম্ভব হয়। সাপটিকে উদ্ধার করার পরে একটি প্লাস্টিকের বোতলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সাপকে বাঁচানোর এই ভিডিওটি প্রকাশ্য়ে আসার পরই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। পোস্টটিতে কয়েক হাজার ভিউ সহ বেশ কিছু মন্তব্যও ভাইরাল হয়।
বেশিরভাগ মন্তব্য়েই যুবকের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। গোখরো একটি সাংঘাতিক বিষধর সাপ। সেটিকে এভাবে বাঁচানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলেই মনে করেছেন অনেকে।