Covid19 Surge: বিশ্বে চলছে করোনার চতুর্থ ঢেউ , উৎসবে সতর্কতা এড়ালে বিপদ, হুঁশিয়ারি কেন্দ্রের
Coronavirus Updates: অতিমারি সম্পর্কে একটি যৌথ সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সরকারের এক পদস্থ আধিকারিক বলেছেন, ভারতে এখনও দাপট দেখাচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট।
নয়াদিল্লি: সারা বিশ্বে করোনাভাইরাস অতিমারির চতুর্থ ধাক্কা চলছে, একথা উল্লেখ করে সরকার ইংরেজি বর্ষশেষের উৎসব পালন নিয়ে সাধারণ মানুষকে কোভিড-বিধি অমান্য করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে সকলের কাছে ভিড় এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আর্জি জানিয়েছে। এরইসঙ্গে কোভিড-বিধি অক্ষরে অক্ষরে মেনে চলা ও দ্রুত টিকাকরণের আর্জিও জানানো হয়েছে।
অতিমারি সম্পর্কে একটি যৌথ সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সরকারের এক পদস্থ আধিকারিক বলেছেন, ভারতে এখনও দাপট দেখাচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সম্প্রতি যে ক্লাস্টারগুলি চিহ্নিত হয়েছে, সেখানেও ডেল্টারই রমরমা।
ভারতে এখনও পর্যন্ত করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮-র মতো। এরমধ্যে ১৮৩ টি সংক্রমণের ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ১২১ জনেরই বিদেশে ভ্রমণের রেকর্ড রয়েছে।
ওমিক্রন সংক্রমণের যে ১৮৩ টি কেস বিশ্লেষণ করা হয়েছে, তার মধ্যে ৯১ শতাংশ ক্ষেত্রেই করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছিল। এই আক্রান্তদের মধ্যে তিনজনের আবার বুস্টার ডোজও নেওয়া ছিল। আক্রান্তদের ৭০ জনই উপসর্গহীন।সরকার জানিয়েছে, এই আক্রান্তদের ৬১ শতাংশই পুরুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উল্লেখ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, ডেল্টার তুলনায় ওমিক্রনের সংক্রমণের হার বেশি। দেড় থেকে তিনদিনের মধ্যে গোষ্ঠীর মাধ্যমে তা দ্রুত ছড়ায়।
বিশ্বে বর্তমানে কোভিড ১৯ এর চতুর্থ পর্যায়ের ঢেউ চলছে এবং এক্ষেত্রে সামগ্রিক পজিটিভিটির হার ৬.১ শতাংশ। সরকার জানিয়েছে, করোনায় দেশে পজিটিভিটি রেট সবচেয়ে বেশি কেরল ও কর্ণাটকে, যা জাতীয় গড়ের তুলনায় বেশি। এই বিষয়টি উদ্বেগের কারণ।
কেন্দ্র বলেছে, দেশের ২০ টি জেলায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। দুটি জেলায় এই হার ১০ শতাংশের বেশি। এই পরিস্থিতির উল্লেখ করে আসন্ন বড়দিন ও বর্ষবরণের উৎসবে কোনওভাবেই করোনা সংক্রান্ত সতর্কতা উপেক্ষা না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে।