India-Pakistan Tensions: ভারতের ১৫টি সেনা ছাউনিকে টার্গেট পাকিস্তানের, কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেনা প্রধানের
Indian Armed Forces: সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দেয় ভারতের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, S-400।

নয়াদিল্লি : ভারত-পাকিস্তান সম্পর্কে ক্রমাগত উত্তেজনার আবহে সেনা প্রধান চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের উত্তর ও পশ্চিম অংশে থাকা সামরিকঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে ভারত। এর কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন সেনা প্রধান। প্রধানমন্ত্রীর বাসভবনেই হয় বৈঠক। গতরাতে ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিণ্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই ও ভূজে হামলার চেষ্টা করে । কিন্তু সব অপচেষ্টা মাঝ আকাশেই ব্যর্থ করে দেয় ভারতের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা, S-400।
পাক হামলার পাল্টা প্রত্যাঘাতে নামে ভারত। লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডিতে ড্রোন আক্রমণ ভারতের। রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন। আজ রাতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল।
পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আক্রমণ ভারতের। পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়। লাহৌরে পাক এয়ার ডিফেন্স ইউনিটের HQ নাইন সিস্টেম ভেঙে খানখান। রাওয়ালপিণ্ডির এয়ার ডিফেন্স সিস্টেমকেও নষ্ট করল ভারত। পাকিস্তানের কাছে থাকা চিন থেকে আনা HQ নাইন সিস্টেম বিকল হয়ে যায়। হামলার আঁচ পেয়েই সক্রিয় ভারতীয় সেনা। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম কাজে লাগিয়েছে ভারত। পাকিস্তানের মিসাইল ধ্বংস করতে প্রথমবার S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়। এই S-400 অ্যান্টি মিসাইল সিস্টেমকে ডাকা হয় সুদর্শন বলে। সুদর্শন চক্রে ছিন্নভিন্ন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়া থেকে কেনা হয়েছিল S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করেছে ভারতের হারপি ড্রোন। পাক মিসাইলগুলিকে নিষ্ক্রিয় করেছে ভারতের S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম। ভারতের অ্যাকশনে ভীত পাকিস্তান। এই পরিস্থিতিতে ইসলামাবাদে বাজছে সাইরেন।
এদিকে 'অপারেশন সিঁদুরের' পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় আর্টিলারি গান থেকে টানা গুলিবর্ষণ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। এই নিয়ে টানা দু’ সপ্তাহ ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। শিয়ালকোট-ছাম্ব সেক্টর লাগোয়া এলাকার সমস্ত গ্রাম খালি করা হয়েছে। এলাকার সমস্ত সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে। পহেলগাঁও, আখনুর, পুঞ্চ সেক্টরেও জারি রয়েছে সতর্কতা। পহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও জারি রেখেছে সেনা।























