এক্সপ্লোর
Advertisement
সীমান্তে চিনের সঙ্গে সংঘাত, ইনসাসের বদলি হিসাবে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় ৭২০০০ সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেলের অর্ডার দিচ্ছে ভারত
সন্ত্রাস দমন অভিযানের ধার বাড়াতে প্রথম দফায় সরবরাহ করা সিগ সয়্যার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে এসেছে। ফার্স্ট ট্রাক প্রকিওরমেন্ট (এফটিপি) কর্মসূচির আওতায় এই রাইফেল সংগ্রহ করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী স্থানীয় ভাবে অর্ডন্যান্স ফ্যাকটরিজ বোর্ডে নির্মিত ইনস্যাস 5.56x45mm রাইফেল ব্যবহার করে, সেগুলির বদলে এল এই নতুন রাইফেলগুলি।
নয়াদিল্লি: চিনের সঙ্গে চলতি সীমান্ত সংঘাতের আবহে আমেরিকা থেকে দ্বিতীয় ব্যাচের ৭২ হাজারটি সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেলের অর্ডার পাঠাতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। নর্দার্ন কম্য়ান্ড ও অপারেশন চালানোর বাকি জায়গাগুলিতে ভারতীয় সেনার ব্যবহারের জন্য প্রথম পর্যায়ের ৭২০০০ রাইফেল ইতিমধ্যেই চলে এসেছে। প্রতিরক্ষা সূত্রে সংবাদ সংস্থা এএনআইকে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীকে দেওয়া আর্থিক ক্ষমতাবলে আরও ৭২ হাজার এধরনের রাইফেলের বরাত দিচ্ছি আমরা।
সন্ত্রাস দমন অভিযানের ধার বাড়াতে প্রথম দফায় সরবরাহ করা সিগ সয়্যার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে এসেছে। ফার্স্ট ট্রাক প্রকিওরমেন্ট (এফটিপি) কর্মসূচির আওতায় এই রাইফেল সংগ্রহ করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী স্থানীয় ভাবে অর্ডন্যান্স ফ্যাকটরিজ বোর্ডে নির্মিত ইনস্যাস 5.56x45mm রাইফেল ব্যবহার করে, সেগুলির বদলে এল এই নতুন রাইফেলগুলি।
সেনাবাহিনীর পরিকল্পনা অনুসারে, সন্ত্রাস দমন অভিযানে ও নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সামনের সারির দায়িত্ব পালনে প্রায় দেড় লক্ষ আমদানি করা রাইফেল ব্যবহার করবেন জওয়ানরা। বাকি বাহিনীগুলিকে দেওয়া হবে একে-২০৩ রাইফেল, যা অমেঠির অর্ডন্যান্স কারখানায় যৌথভাবে তৈরি করবে ভারত ও রাশিয়া। দুদেশের মধ্যে নানা পদ্ধতি, প্রক্রিয়াগত জটিলতার জন্য এই প্রকল্প এখনও শুরু করা যায়নি।
ভারতীয় সেনাবাহিনী দীর্ঘ কয়েক বছর ধরেই ইনস্যাস রাইফেলের বদলি আনার চেষ্টা করে চলেছে, তবে কোনও না কোনও কারণ সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। সম্প্রতি ইনস্যাসের পরিবর্তে নতুন আগ্নেয়াস্ত্রের ঘাটতি দূর করতে ইজরায়েলের কাছেও ১৬০০০ লাইট মেশিন গান (এলএমজি) সরবরাহের অর্ডার দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।
প্রসঙ্গত, কোনও প্ররোচনা ছাড়াই চিনা সেনাবাহিনী মে মাসের গোড়ায় পূর্ব লাদাখে ২০ হাজারের বেশি সেনা জওয়ান মোতায়েন করে। ভারত এর তীব্র বিরোধিতা করে। তবে সীমান্তে উভয় দেশ বাহিনী প্রত্যাহার করলেও চিনের তরফে এখনও সীমান্তের আশপাশে সেনা মোতায়েন করে রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement