India-Pakistan Conflict : পাকিস্তানের ৩ যুদ্ধবিমান গুলি করে নামাল ভারতীয় সেনা, গুঁড়িয়ে দেওয়া হল ৮টি মিসাইলও !
Pakistan Army: যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নিয়েছে পাক সেনাও।

নয়াদিল্লি : পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান ধ্বংস করে দিল ভারতীয় সেনা। পাকিস্তানের জোড়া JF17 ও F16 যুদ্ধবিমান গুলি করে নামাল ভারতের যোগ্য বাহিনী। এর পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকটি মিসাইলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নিয়েছে পাক সেনাও। কিছুক্ষণ আগেই জম্মুর আখনুর সেক্টরের ঠিক ওপরে সন্দেহজনক একটি বস্তু দেখা যায়। তার থেকে আলোর রশ্মি বেরোচ্ছিল। এরপরেই আখনুর সেক্টরে আলো নিভিয়ে দেওয়া হয়। পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়। বাজানো হয় সাইরেন। এরপরই একে একে সামনে আসতে থাকে পাকিস্তানের কাপুরুষিত কাজের কথা।
পাকিস্তানের দিক থেকে যে ৩টি ফাইটার জেট উড়ে এসেছিল, সেগুলি একযোগে ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমান। চিনের থেকে কেনা ২টি JF 17 ও একটি F16 গুলি করে নামানো হয়েছে। সম্ভবত রাজস্থানের গঙ্গানগরে F16টিকে গুলি করে নামানো হয়েছে। উল্লেখ্য, এই এফ১৬ নিয়ে গর্ব করত পাকিস্তান। অর্থাৎ, অসামান্য সাফল্য ভারতীয় সেনার। এই পরিস্থিতিতে ধর্মশালা স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ ছিল। তা বন্ধ করে দেওয়া হয়েছে। সকলকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে পাকিস্তানের হামলার পর ভারতের তরফেও পাল্টা প্রত্যাঘাত শুরু হয়েছে। একদিনে তিন তিনটি যুদ্ধবিমান গুলি করে ধূলিসাৎ করে দেওয়া হল। মিলিটারি স্টেশন-জম্মু, পাঠামকোট ও উধমপুর ...এই তিন জায়গায় মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছিল। ভারত সাফল্যের সঙ্গে সেগুলিও ধ্বংস করে দেয়। ভারতের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানিয়েছে বাহিনী।
#WATCH | J&K | A complete blackout has been enforced in Jammu. No explosions or sirens are heard right now. Latest visuals from the city. pic.twitter.com/PisyKoXj3L
— ANI (@ANI) May 8, 2025
'অপারেশন সিঁদুরের' পর, কাল রাতে উত্তর-পশ্চিম ভারতের ১৫টি সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। যদিও সেই চেষ্টা ব্য়র্থ করে দিয়েছে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। মাঝআকাশেই পাকিস্তানি ড্রোন ও মিসাইলকে ধ্বংস করে দিয়েছে, রাশিয়া থেকে আনা, S-400, ভারত যার নাম দিয়েছে সুদর্শনচক্র। এবার প্রত্য়াঘাত হিসেবে লাহৌর সহ পাকিস্তানের একাধিক জায়গার এয়ার রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতের হারপি ড্রোন। লস্কর-জইশ-হিজবুলের জঙ্গিদের আঁতুরঘর ধ্বংস হওয়া মন থেকে মেনে নিতে পারেনি পাকিস্তান ! ভারতের সংযম-সতর্কবার্তা সত্ত্বেও, বুধবার গভীর রাতে হামলা চালানোর চেষ্টা করে ভারতের সেনাঘাঁটিতে ! কিন্তু তা করতে গিয়ে ফের বড়সড় বিপদের মুখে পড়ল তারা ! ড্রোন ও মিসাইল হামলার প্রত্য়েকটা চেষ্টা তো ব্য়র্থ হলই, পাল্টা পাকিস্তানের ঐতিহাসিক শহর ও পাঞ্জাব প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী লাহৌরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের সফল অভিযানের বদলা নিতে বুধবার গভীর রাতে ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনিকে টার্গেট করেছিল পাকিস্তান। কিন্তু মাঝ আকাশেই পাকিস্তানের সেই সমস্ত ড্রোন ও মিসাইল ধ্বংস করে দেয় ভারত। প্রসঙ্গত, 'অপারেশন সিঁদুরের' পরই ভারত স্পষ্ট করে দিয়েছে, তাদের লক্ষ্য় পাকিস্তানের সেনাঘাঁটি, সামরিক প্রতিষ্ঠান নয় ! কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী টার্গেট করার চেষ্টা করল সেই ভারতীয় সেনাঘাঁটিগুলিকেই।
বিস্তারিত আসছে...






















