India Pakistan Tension : রাতের পর সকালেও চলছে সেনাবাহিনীর অপারেশন! অল-আউট অ্যাকশনে এখন কী অবস্থা পাকিস্তানের?
রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন।

নয়াদিল্লি : পাক হামলার প্রত্যাঘাতে একেবারে অল আউট অ্যাটাক চালাচ্ছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত হানে ভারতীয় সেনা। সূত্রের খবর, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাঙ্কার ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। সূত্রের খবর, পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুঞ্চ, উরি, কুপওয়াড়ায় নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ চালাচ্ছে পাক সেনা, পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা
শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবারই সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে ১২ জন পাক জঙ্গি। সীমান্ত রক্ষা বাহিনী রয়েছে অতন্দ্র প্রহরায়। BSF এর গুলিতে নিহত হয় ৭ জন জইশ জঙ্গি।
পুঞ্চে অবিরত গোলাগুলির লড়াই
অন্যদিকে পুঞ্চে অবিরত চলছে তুমুল গোলাগুলির লড়াই। টানা পাক গোলাবর্ষণের জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের বাতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। বেশ কয়েকটি বাঙ্কারও ধ্বংস করেছে ভারতীয় সেনা।
পাকিস্তানের ১৬টি শহরকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা
ভারতীয় সেনার তরফে ট্যুইট করে বলা হয়েছে, পাকিস্তানের হামলার রাতভর জবাব দিয়েছে ভারতের তিন বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন চালিয়েছে পাকিস্তানের বিভিন্ন শহরে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লাগাতার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে গতকাল রাতে। লাহৌর, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরকে কার্যত গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাত। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সর্বত্রই। ভারতের আকাশে যুদ্ধবিমান, ড্রোন নিয়ে ঢুকে পড়া, নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত গোলাগুলির কড়া জবাব দিয়েছে সেনা।
শুক্রবার সকালের আপডেট বলছে, পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ করে গিয়েছে পাক সেনা। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। এর ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে। ভারতের এই প্রত্যাঘাতের পরে সারা বিশ্বে কার্যত কোণঠাসা পাকিস্তান।
সীমান্তে সংঘর্ষের আবহেই আবার জরুরি বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে রয়েছেন স্থল, বায়ু, নৌসেনা--তিন বাহিনীর প্রধান। বৈঠকে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসও রয়েছেন এই বৈঠকে।






















