Indian Murdered in USA: আমেরিকায় খুন ভারতীয় বংশোদ্ভূত! স্ত্রী-ছেলের সামনেই অস্ত্রের কোপে আলাদা দেহ-মুণ্ড
জানা গিয়েছে, ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক মার্কিন ব্যক্তির সঙ্গে বচসা হয় চন্দ্রমৌলি নাগামালিয়ার।

নয়া দিল্লি: টেক্সাসের হিউস্টোনে খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। টেক্সাস মটেলে ধারালো অস্ত্রের কোপে আলাদা করা হল দেহ-মুণ্ড। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হাড়হিম করা ছবি। যেখানে দেখা যাচ্ছে, পার্কিং লটে গড়াগড়ি খাচ্ছে নিহতের কাটা মুণ্ড। নিরাপত্তারক্ষীদের সামনেই এক ব্যক্তি হাতে তুলে নিয়ে যাচ্ছে সেটি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওয়াশিং মেশিন ব্যবহার করা নিয়ে এক মার্কিন ব্যক্তির সঙ্গে বচসা হয় চন্দ্রমৌলি নাগামালিয়ার। অভিযোগ, সেই বচসার মধ্যেই আচমকা ছুরি দিয়ে চন্দ্রমৌলিকে আঘাত করে অভিযুক্ত। স্ত্রী এবং সন্তানদের সামনেই কুপিয়ে খুন করা হয় চন্দ্রমৌলিকে। গোটা ঘটনায় মুখ খুলেছে ভারতীয় কনসুলেটও।
ঘটনাটি গত ১০ সেপ্টেম্বরের। টেক্সাসের টেনিসন গল্ফ কোর্সের কাছে ইন্টারস্টেট ৩০-এর ঠিক কাছে অবস্থিত ডাউনটাউন স্যুটস ধাবায় এই হামলার ঘটনা ঘটে। এই খুনের ঘটনার ছবি দেখা গিয়েছে SKY 4-এর ছবিতেও।
হিউস্টনে ভারতীয় কনস্যুলেট জেনারেলের মাধ্যমে ভারত সরকার এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। নয়াদিল্লি নাগামাল্লাইয়াহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং নিশ্চিত করেছে যে, সরকারি আধিকারিকরা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছেন।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের রাস্তার ধারের একটি ছোট হোটেলে। ইয়োর্দানিস কোবোস মার্টিনেজ নামে এক কর্মচারীকে চন্দ্রমৌলি বলেন ওয়াশিং মেশিন ব্যবহার না করতে। কিন্তু সরাসরি না বলে অন্য এক মহিলা কর্মচারীর মাধ্যমে মার্টিনেজকে এই বার্তা দেন চন্দ্রমৌলি। এই আচরণেই ক্ষুব্ধ হয়ে ওঠে মার্টিনেজ। বড় ছুরি নিয়ে চন্দ্রমৌলিকে তাড়া করে সে। পার্কিং লট দিয়ে পালানোর চেষ্টা করেন চন্দ্রমৌলি। কিন্তু লাভ হয়নি। তাঁকে তাড়া করে ধরে ফেলে মার্টিনেজ। ছুরি দিয়ে পরপর কোপ দিতে থাকে।
একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তিটি নাগামাল্লাইয়ার মাথায় পার্কিং লটে দু'বার লাথি মারছেন এবং তারপর চা একটি ডাস্টবিনে নিয়ে গিয়ে পেলে দিচ্ছেন। পুলিশের মতে কোবোস মার্টিনেজ, নাগামাল্লাইয়াকে হত্যা করার জন্য চপার ব্যবহার করার কথা স্বীকার করেছেন।






















