Indian Railways on Covid19: চোখ রাঙাচ্ছে করোনা, বাতিল করা হল ৩১টি ট্রেন চলাচল, রইল তালিকা
বর্তমান পরিস্থিতি রোজ প্রায় হাজার রেলকর্মী করোনা আক্রান্ত হচ্ছেন বলে দিনকয়েক আগেই জানিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান
নয়াদিল্লি: দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। রোজই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমিত, মৃতের সংখ্যা। কোভিডের ধাক্কা থেকে বাদ যায়নি ভারতীয় রেলও। এবার সেই জোরালো ধাক্কার আরও একটা ঢেউ পড়তে চলেছে রেল পরিষেবায়। প্যাসেঞ্জার, ইন্টারসিটি, এক্সপ্রেস মিলিয়ে আরও ৩১টি ট্রেনের পরিষেবা বন্ধ করা হল। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। স্বল্পদূরত্বের ট্রেনের ক্ষেত্রে লাইনের কাজের কারণে তা পরবর্তী নির্দেশ না জানানো পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। আর দূরপাল্লার ট্রেনগুলি কোন-কোনদিন বন্ধ থাকবে, সেটাও বলা হয়েছে।
নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি জানাচ্ছে, শিলিগুড়ি-বামহাটা ইন্টারসিটি স্পেশাল, শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি স্পেশাল, নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি প্যাসেঞ্জার স্পেশাল, গুয়াহাটি-ধুবরি এক্সপ্রেসের মতো ট্রেনগুলি বন্ধ রাখা হল রেলওয়ে ট্র্যাক সারানোর কাজের জন্য। পাশাপাশি ১৬ মে-র হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস, ১৪ ও ১৫ মে-র ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস, ১৩ থেকে ১৭ মে পর্যন্ত শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার ও ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত আলিপুরদুয়ার-শিয়াদহ এক্সপ্রেস বন্ধ থাকবে। ১৩, ১৪ ও ১৭ মে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ও বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসও বন্ধ থাকবে।
বর্তমান পরিস্থিতির কারণে কিছুদিন আগেই ইস্টার্ন রেলওয়ে ৭ মে থেকে ১৬টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছিল। দক্ষিণের রেল চলাচলে ব্যাঘাত ঘটেছে। দিনকয়েক আগেই রেলবোর্ডের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি রোজ প্রায় হাজার রেলকর্মী করোনা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় রেলের স্বাভাবিক পরিষেবা যে ব্যাহত হতে চলেছে, সেই আশঙ্কা প্রকাশ করে যথাসম্ভব সুষ্ট পরিষেবা দেওয়ার চেষ্টা তারা করবেন বলেই জানিয়েছিলেন তিনি।
একঝলকে বাতিল হওয়া এক্সপ্রেস স্পেশাল ট্রেনগুলি-
১৪ ও ১৫ মে-র ডিব্রুগড়-হাওড়া এক্সপ্রেস
১৬ মে-র হাওড়া-ডিব্রুগড় এক্সপ্রেস
১৩ থেকে ১৭ মে পর্যন্ত শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস
১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত আলিপুরদুয়ার-শিয়াদহ এক্সপ্রেস
১৩, ১৪ ও ১৭ মে হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস ও বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস।