এক্সপ্লোর
Advertisement
২২ মার্চ চালু হচ্ছে ‘সোনার রথ’, ভারতীয় রেলের বিলাসবহুল ট্রেন
যশবন্তপুর রেল স্টেশন থেকে সকালে যাত্রা করবে এই ট্রেন, যাবে বন্দিপুর জাতীয় উদ্যান, মাইসোর, হ্যালেবিড, চিকমাগালুর, হাম্পি, বাদামি-পাট্টাডাকাল-আইহোল ও গোয়ায়। তারপর ফিরে আসবে বেঙ্গালুরুতে।
নয়াদিল্লি: ভারতীয় রেলের ট্রেন তালিকায় এবার উঠে আসছে গোল্ডেন চ্যারিয়ট। বিলাসবহুল এই ট্রেনটি চালু হচ্ছে ২২ মার্চ থেকে। আইআরসিটিসি-র এক আধিকারিক জানিয়েছেন, এই ট্রেন কর্নাটক রাজ্য পর্যটন উন্নয়ন কর্পোরেশনের সম্পত্তি, ২০০৮ সালে এটি চালু হয়। এবার ট্রেন চালানো, ম্যানেজমেন্ট ও বিপণনের মত কাজগুলির দায়িত্ব আইআরসিটিসি-কে দেওয়া হয়েছে।
২২ তারিখ থেকে গোল্ডেন চ্যারিয়ট শুরু করছে প্রাইড অফ কর্নাটক সফর। সফর চলবে ২২ মার্চ, ২৯ মার্চ ও ১২ এপ্রিল। যশবন্তপুর রেল স্টেশন থেকে সকালে যাত্রা করবে এই ট্রেন, যাবে বন্দিপুর জাতীয় উদ্যান, মাইসোর, হ্যালেবিডু, চিকমাগালুর, হাম্পি, বাদামি-পাট্টাডাকাল-আইহোল ও গোয়ায়। তারপর ফিরে আসবে বেঙ্গালুরুতে।
এবার জেনে নেওয়া যাক এই সোনার ট্রেনের বৈশিষ্ট্য-
আইআরসিটিসি দায়িত্ব পাওয়ার পর ট্রেনটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। সাজানো হয়েছে নতুন পর্দা, সোফার কাপড়, ফার্নিচারে, ঘরদোর, বাথরুম নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। বাসনকোসন, ছুরিকাঁটা সব বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের, একদম নতুন, ঝাঁ চকচকে। বিছানার চাদরও নতুন আনা হয়েছে। এছাড়া আইআরসিটিসি এনেছে স্মার্ট টিভি সেট, তাতে ইচ্ছেমত দেখা যাবে নেটফ্লিক্স, অ্যামাজন ও হটস্টার। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, আনা হয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র। আনা হয়েছে অভিজ্ঞ শেফদের, দেশি থেকে আন্তর্জাতিক- জিভে জল আনা সব খাবার পরিবেশন করবেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement