এক্সপ্লোর
Nasa Axiom Mission 4: সুখবর, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যেতে চলেছেন শুভাংশু শুক্ল !
Shubangshu Sukla Join in Nasa Axiom Mission 4 : দ্বিতীয় ভারতীয় হিসেবে এবার NASA-র মহাকাশ অভিযানে যাবেন উইং কমান্ডার শুভাংশু, ISRO-র গঙ্গায়ন মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি

সুখবর, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যেতে চলেছেন শুভাংশু শুক্ল !
Source : ABP Ananda
নয়াদিল্লি: দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যেতে চলেছেন শুভাংশু শুক্ল। ১৯৮৪-তে রাকেশ শর্মার পর এবার মহাকাশে যেতে চলেছেন তিনি। এবার NASA-র মহাকাশ অভিযানে যাবেন উইং কমান্ডার শুভাংশু। NASA-র অ্যাক্সিয়ম মিশন 4-এ অংশ নিতে চলেছেন তিনি। ISRO-র গঙ্গায়ন মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুভাংশু।
দেখতে দেখতে ৪০ টা বছর পার। ভারতের মুকুটে পালক লাগলো আবার। ভারতের গগনযান অভিযানের জন্য ISRO তাঁকে মহাকাশচারী হিসেবে বেছে নিয়েছে। এই মিশনের জন্য ISRO, NASA এবং Axiom Space একসঙ্গে কাজ করছে। NASA-র অ্যাক্সিয়ম মিশন 4 অভিযানে পাইলটের ভূমিকায় কাজ করবেন শুভাংশু শুক্ল। সঙ্গে থাকবেন আরও তিনজন মহাকাশচারী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















