IND PAK Tension: "ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বিত.." সোশ্যাল মিডিয়ায়
Hardik On Ind Pak Tension: পালটা জম্মু কাশ্মীরে পাক ড্রোন ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত কয়েকদিনে যে তৎপরতার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কাজ করেছে, তার প্রশংসায় হার্দিক পাণ্ড্য।

মুম্বই: ভারত পাক যুদ্ধকালিন পরিস্থিতির জন্য আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকের পর আপাতত ৭ দিনের জন্য আইপিএল বন্ধ। এদিকে যুদ্ধের আঁচ ক্রমশ বাড়ছে। রাত বাড়তেই নিয়ন্ত্রণ রেখায় পাক হামলা করেছে। যদিও পালটা জম্মু কাশ্মীরে পাক ড্রোন ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গত কয়েকদিনে যে তৎপরতার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কাজ করেছে, তার প্রশংসায় হার্দিক পাণ্ড্য। ভারতীয় দিলের তারকা অলরাউন্ডার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কও।
নিজের সোশ্যাল মিডিয়ায় হার্দিক লিখেছেন, "আমাদের দেশের সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত ও তাদের প্রতি কৃতজ্ঞ আমরা। নিজেদের জীবন বাজি রেখে আত্মত্যাগের মধ্যে দিয়ে তাঁরা আমাদের দেশকে রক্ষা করছে। সবাইকে ধন্যবাদ দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য।" গতকালই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি ছিল তাতে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য প্লে অফে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ছিল হার্দিকের দল।
এদিকে নরেন্দ্র মোদির প্রশংসায় রবি শাস্ত্রী। প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি আমার খেলোয়াড়ি জীবনে অনেক ঐক্যবদ্ধ দল দেখেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম ১.৫ বিলিয়ন (দেড়শো কোটি) মানুষকে একসঙ্গে দাঁড়িয়ে লড়াই করতে দেখছি।' রবি শাস্ত্রী আরও লিখেছেন যে, আমাদের শক্তিশালী ভারত একসঙ্গে রয়েছে। মাঠে আছে, যাঁর নেতৃত্ব আমাদের ভারতীয় সেনাবাহিনি দিচ্ছে এবং এই সেনাবাহিনির অধিনায়ক হলেন প্রধানমন্ত্রী মোদি। এর সঙ্গে রবি শাস্ত্রী ত্রিবর্ণ পতাকার ছবি এবং সঙ্গে 'জয় হিন্দ' লিখেছেন।
এদিকে, ভারতের প্রত্যাঘাতে পাঞ্জাবের হোশিয়ারপুরে সীমান্ত থেকে ১১৭ কিলোমিটার ভিতরে ভেঙে পড়েছে ২টি পাক ক্ষেপণাস্ত্র। এই পরিস্থিতিতে ক্যাবিনেট বৈঠক করে বড় মাপের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। সন্ত্রাসবাদের কোমর ভাঙতে ভারত-পাক সীমান্তে মোতায়েন করা হচ্ছে ৯টি অ্যান্টি-ড্রোন সিস্টেম। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, "আমরা পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ করতে প্রস্তুত। পর্যবেক্ষণের জন্য় উন্নতমানের প্রযুক্তির ব্যবহার করা হবে।'' সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, "সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য এটা একটা বড় পদক্ষেপ।'' বারামুলা থেকে ভূজ, ২৬টি জায়গায় পাক ড্রোন হামলা, ব্যর্থ করল ভারত। শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএলের পর স্থগিত হয়ে গেল আরও এক টি-২০ টুর্নামেন্ট






















