America News : আমেরিকায় ভারতীয় ছাত্রকে হাতকড়া! বিমানবন্দরে চরম লাঞ্ছনা, ফের বিতর্কে ট্রাম্পের দেশ
নিরাপত্তারক্ষীরা ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে তাকে ভীষণভাবে হেনস্থা করে। এমনকি তাকে মাটিতে ফেলে দেওয়া হয়।

হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার ভিডিও কয়েক মাস আগেই চাঞ্চল্য ছড়িয়ে ছিল। আমেরিকা থেকে বেআইনি অভিবাসীদের এভাবেই দেশে ফেরত পাঠিয়েছিল আমেরিকা। আর এবার সামনে এল এক ভারতীয় ছাত্রের গা-শিউরে ওঠা ছবি।
আমেরিকায় গিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এমন স্বপ্ন ছিল তার। কিন্তু তার সঙ্গে ট্রাম্পের দেশ যা করল, তা এককথায় অমানবিক, নিন্দনীয়। নিউজার্সিতে বিমানবন্দরে এক ভারতীয় ছাত্রের সঙ্গে চরম অমানবিক আচরণ করা হল। অভিযোগ, ওই ছাত্রের সঙ্গে আমেরিকায় ভয়ঙ্কর আচরণ করা হয়। ঘটনাটি ৭ জুনের। আমেরিকার ওই বিমানবন্দরের পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে তাকে ভীষণভাবে হেনস্থা করে। এমনকি তাকে মাটিতে ফেলে দেওয়া হয়।
Newark Liberty International Airport বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ইন্দো-আমেরিকান সামাজিক উদ্যোক্তা কুণাল জৈন। তিনি যা দেখেছেন তা তিনি জানিয়েছেন। ইনস্টাগ্রামে কুণাল লিখেছেন, তিনি বিমানবন্দর থেকে এক তরুণ ভারতীয় ছাত্রকে দেশে ফেরত পাঠাতে দেখেন। তার হাতে ছিল হাতকড়া। ছেলেটি এই আচরণে কেঁদে ফেলে। তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়। কুণাল লেখেন, একজন এনআরআই হিসেবে আমি অসহায় এবং দুঃখিত বোধ করছি।
কেন এমনটা করা হল ওই তরুণের সঙ্গে? জানা গিয়েছে, ছাত্রটি আমেরিকান কর্মকর্তাদের কাছে তার সফরের কারণ বলতে পারেনি। কুণাল জৈন আরও জানান,এমন অনেকে আছে যারা সকালে আসে এবং তারপর সন্ধ্যার ফ্লাইটে তাদের হাত-পা বেঁধে ফেরত পাঠানো হয়। প্রতিদিন ৩-৪টি এমন ঘটনা দেখা যাচ্ছে।কুণাল জৈন এই পোস্টে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেছেন। তিনি লিখেছেন ওই ছাত্রের তাঁর সঙ্গে বিমানে আসার কথা ছিল, কিন্তু তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। কারও উচিত তার সাথে কী ঘটেছে , তা খুঁজে বের করা।
প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অভিবাসী বিতাড়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসী বিতাড়নে সক্রিয় হয়েছেন তিনি। এর আগেও ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। পায়ে শেকল পরানো অবস্থায় ফেরানো হয় তাদের। সেই লজ্জার ভিডিও সারা বিশ্বের নজরে এসেছে। এবার এক অনাবাসী ভারতীয় সৌজন্যে সামনে এল নিউজার্সিতে ভারতীয় হেনস্থার এই ছবি।
I witnessed a young Indian student being deported from Newark Airport last night— handcuffed, crying, treated like a criminal. He came chasing dreams, not causing harm. As an NRI, I felt helpless and heartbroken. This is a human tragedy. @IndianEmbassyUS #immigrationraids pic.twitter.com/0cINhd0xU1
— Kunal Jain (@SONOFINDIA) June 8, 2025






















