India Tourist in Russia: 'অসহায়, অপমানিত'! রাশিয়ায় ৩ দিন আটক ভারতীয় পর্যটকরা! 'আমরা ক্রিমিনাল নই', সোশাল মিডিয়ায় পোস্ট
অমিত বলেন, 'কেউ যদি বিশ্বাস করে যে ভারত-রাশিয়া সম্পর্ক শক্তিশালী- আসলে একটি মিথ'।

নয়া দিল্লি: রাশিয়ায় গিয়ে ভয়ঙ্কর অভিযোগ আনল 'আটক' ভারতীয়রা। মস্কো পৌঁছনোর পরই আটক করা হয়। রাশিয়ায় কমপক্ষে ন'জন ভারতীয় পর্যটকের উপর "অমানবিক" আচরণের অভিযোগ উঠেছে। রাশিয়ান অভিবাসন আধিকারিকরা আটক করেছেন বলে অভিযোগ। এনডিটিভি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ন'জন পর্যটকের মধ্যে একজন অমিত তানওয়ার দাবি করেছেন যে তিনি প্রয়োজনীয় এবং বৈধ কাগজপত্র সহ আরও ১১ জন ভারতীয়ের সঙ্গে মস্কোয় পৌঁছেছিলেন। কিন্তু তাদের মধ্যে মাত্র তিনজনকে অভিবাসন অফিসাররা ছাড়পত্র দিয়েছিলেন।
ইনস্টাগ্রামে এই তথ্য শেয়ার করেছেন অমিত। সেই দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁরা কী অবস্থায় আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মস্কোতে ভারতীয় দূতাবাসকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অমিত বলেন, 'কেউ যদি বিশ্বাস করে যে ভারত-রাশিয়া সম্পর্ক শক্তিশালী- আসলে একটি মিথ'।
তিনি এও বলেন, 'কোনও ব্যাখ্যা ছাড়াই আটকে রাখা হয়েছে আমাদের। রাশিয়ান কর্তৃপক্ষ পাসপোর্টও নিয়ে নিয়েছে। একটি আলাদা ঘরে রাখা হয়েছে তাঁদের।' অমিতের অভিযোগ, মোবাইল ফোন নিয়ে রাশিয়ান আধিকারিকরা ফটো গ্যালারি, গুগল সার্চ হিস্ট্রি এবং ইউটিউব অ্যাক্টিভিটি প্রায় ১০-১৫ মিনিট ধরে পরীক্ষা করে দেখেছেন। আমাদের সমস্ত নথি, ভ্রমণের পরিকল্পনা, টাকা পয়সাও দেখা হয়। অফিসাররা নিজেদের মধ্যে কেবল রাশিয়ান ভাষায় কথা বলেছিল এবং পরে আমাদের জানিয়েছিল যে আমাদের নির্বাসিত করা হচ্ছে। এরপর আমাদের অন্য একটি ঘরে স্থানান্তরিত করা হয়েছিল যেখানে ইতিমধ্যেই লোকজন ছিল - যাদের মধ্যে কেউ কেউ দাবি করেছিলেন যে সেখানে ২-৩ দিন ধরে আটকে রাখা হয়েছিল।'
রাশিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে বহিষ্কারের কারণ বা তাদের বর্তমান অবস্থা সম্পর্কে কোনও স্পষ্ট যোগাযোগ বা স্পষ্টতা পাওয়া যায়নি বলেই অভিযোগ করেছেন অমিত তানওয়ার। তিনি বলেন, 'আমাদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে... আমরা যে আচরণ পাচ্ছি তা অমানবিক, এবং আমরা অসহায় এবং অপমানিত বোধ করছি।'

তিনি রাশিয়ান কর্তৃপক্ষ কর্তৃক বন্দীদের দেওয়া খাবারের ছবিও শেয়ার করেছেন, যা ছিল অল্প পরিমাণে ছোট ভাত এবং সেদ্ধ সবজি। তানওয়ার বলেন যে তাদের খাবার এবং ৫০০ মিলি জলের বোতল দেওয়া হয়েছিল, ও দিনে মাত্র দু'বার।
শেষ খবর পাওয়া অনুযায়ী, অমিত তানওয়ার মুম্বই ফিরে আসতে সক্ষম হয়েছেন। তবে রাশিয়ায় গিয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতা তিনি এখনও ভুলতে পারছেন না।
এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এবুং রাশিয়ার তরফে সরকারিভাবে কিছু জানান হয়নি।






















