এক্সপ্লোর
ভাইরাল ভিডিও: মুখ ঢাকা মাস্কে, মানেসরে আইসোলেশন ক্যাম্পে উত্তাল নাচ চিন-ফেরত ভারতীয়দের
আনন্দে নাচতে শুরু করে দিয়েছেন তাঁরা। ১৫ সেকেন্ডের ভিডিওয় ধরা পড়েছে তাঁদের আনন্দের চিত্র। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। দেখে ফেলেছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।

নয়াদিল্লি: ভয়াবহতার আরেক নাম এখন করোনা ভাইরাস। চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৫০। সবথেকে সংক্রমণ হয়েছে চিনের উহান শহরে। উহান এখন মৃত্যুপুরী। সেই আতঙ্কের পরিস্থিতি থেকে তিন শতাধিক ভারতীয়কে বিমানে উড়িয়ে আনে সরকার। তাঁদের মানেসরে আইসোলেশন সেলে রাখা হয়েছে। তাঁদের পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব নিয়েছে ভারতীয় সেনা। দেশের মাটিতে পা রেখে কার্যত আপ্লুত তাঁরা। যেন মৃত্যুপুরী থেকে ফিরেছেন। আনন্দে নাচতে শুরু করে দিয়েছেন তাঁরা। ১৫ সেকেন্ডের ভিডিওয় ধরা পড়েছে তাঁদের আনন্দের চিত্র। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। দেখে ফেলেছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। ধনঞ্জয় কুমার নামে এক ব্যক্তি ট্যুইটারে ভিডিওটি আপলোড করেছেন।
Guess???? pic.twitter.com/w2ZA47s1lX
— Dhananjay kumar (@dhananjaypro) February 2, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















