দেশে ফের দৈনিক সংক্রমণে রেকর্ড, একদিনে করোনায় আক্রান্ত ৭৮ হাজারের বেশি
মোট সংক্রমিতের সংখ্যা পার ৩৫ লক্ষ
![দেশে ফের দৈনিক সংক্রমণে রেকর্ড, একদিনে করোনায় আক্রান্ত ৭৮ হাজারের বেশি India's COVID19 case tally crosses 35 lakh mark with a spike of 78,761 new cases & 948 deaths in the last 24 hours দেশে ফের দৈনিক সংক্রমণে রেকর্ড, একদিনে করোনায় আক্রান্ত ৭৮ হাজারের বেশি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/28233544/COVID3.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। দেশে করোনায় মৃতের সংখ্যা ৬৩ হাজার ছাড়াল। আক্রান্ত ৩৫ লক্ষ পার। ফের দৈনিক সংক্রমণে রেকর্ড। একদিনে আক্রান্ত ৭৮ হাজারের বেশি।
এই নিয়ে ২৪ দিন দৈনিক আক্রান্তের নিরিখে আমেরিকা ও ব্রাজিলকে টপকে ফের ভারতই এক নম্বরে। তবে দেশে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতা।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের। একদিনে মৃত ৯৪৮ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২১।
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৮ হাজার ৭৬১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭২। দেশে মোট আক্রান্ত ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪।
একদিনে সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৯৩৫ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬৫ হাজার ৫০। দেশে মোট সুস্থ ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪।
দেশে মৃত্যুর হার কমে ১.৮১ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৭৬.৪৭ শতাংশ।
আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ লক্ষ ২৮ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত গোটা দেশে পরীক্ষা করা হয়েছে ৪ কোটি ৪ লক্ষ ৬ হাজার ৬০৯টি নমুনা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)