এক্সপ্লোর
Advertisement
চুলের দৈর্ঘ্য ৬ ফুট ছাড়িয়েছে, গিনেসে নাম তুললেন গুজরাতের এই তরুণী
২০১৮-য় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম চুলের অধিকারী টিনএজার হিসেবে তাঁর নাম ওঠে। আর ২০১৯-এ নয়া রেকর্ড গড়েছেন নীলাংশী, এই এক বছরে তাঁর চুল বেড়েছে ৭.৮ ইঞ্চি!
গাঁধীনগর: রাপুনজেল বা কেশবতী কন্যার গল্প কার না জানা! সেই যে টাওয়ারের ওপর থেকে নামিয়ে দিত তার দীর্ঘ চুল, তা বেয়ে রাজপুত্র ওপরে উঠে আসত। রাপুনজেলের সেই রূপকথা এবার সত্যি হল এই গুজরাতি তরুণীর জীবনে তবে একটু অন্যভাবে। চুল বেয়ে রাজপুত্র উঠে এল না ঠিকই তবে চুলই তাঁকে নিয়ে গেল বিশ্বরেকর্ডের জগতে।
নীলাংশী প্যাটেল নামে এই তরুণীর চুলের দৈর্ঘ্য ৬ ফুট ২.৮ ইঞ্চি। ২০১৮-য় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম চুলের অধিকারী টিনএজার হিসেবে তাঁর নাম ওঠে। আর ২০১৯-এ নয়া রেকর্ড গড়েছেন নীলাংশী, এই এক বছরে তাঁর চুল বেড়েছে ৭.৮ ইঞ্চি!
দেখুন গিনেস প্রকাশিত নীলাংশীর চুলের ছবি।
নীলাংশী জানিয়েছেন, ৬ বছর বয়সে নাপিত তাঁর চুল বিশ্রীভাবে কেটে দিয়েছিল। তখন থেকে আর চুল কাটেননি তিনি। কীভাবে পরিষ্কার রাখেন এত লম্বা চুল? ১৭ বছরের মেয়েটি বলেছেন, সপ্তাহে একদিন তিনি চুল ধুয়ে ফেলেন, আর মাথায় দেন মায়ের তৈরি তেল। চুল শুকোতে লাগে আধঘণ্টা, আর আঁচড়াতে ১ ঘণ্টা।
কখনও চুল কাটবেন না, জানিয়েছেন নীলাংশী। মা চেয়েছিলেন, তাঁর নাম উঠুক গিনেসে, তিনি খুশি, মায়ের স্বপ্ন সফল করতে পেরেছেন। এখন তাঁর সামনে সম্পূর্ণ নতুন একটি জগৎ খুলে গিয়েছে।
চুলের সুবাদে আরও রেকর্ড গড়ার স্বপ্ন দেখেন নীলাংশী। এবার তিনি একজন পরিণত বয়স্ক মানুষ হিসেবে দীর্ঘতম চুলের অধিকারী হওয়ার বিশ্বরেকর্ড করতে চান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement