India Counters US: 'অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক', ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের
Russia Oil : রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট।

নয়াদিল্লি : মঙ্গলবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে, আমেরিকা ভারতের উপর 'খুব উল্লেখযোগ্যভাবে' শুল্ক বৃদ্ধি করতে চলেছে। সেইমতোই রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করায় ভারতের উপর অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই মর্মে এক্সকিউটিভ অর্ডারে তিনি সইও করে দিয়েছেন। যার জেরে ভারতীয় পণ্যের উপর আমেরিকার শুল্ক চাপল ৫০ শতাংশ। এনিয়ে এবার পাল্টা কড়া বিবৃতি জারি করল ভারত। আমেরিকার এই পদক্ষেপ 'অন্যায্য, অন্যায় ও অযৌক্তিক' বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, 'জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত।'
Statement by Official Spokesperson⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) August 6, 2025
🔗 https://t.co/BNwLm9YmJc pic.twitter.com/DsvRvhd61D
বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, "রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে সাম্প্রতিক সময়ে টার্গেট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যার মধ্যে রয়েছে যে, বিষয়টি আমদানি বাজারের উপর ভিত্তি করে এবং ভারতের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে করা হয়। অতএব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমেরিকা ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, তাও এমন একটা কারণ দেখিয়ে যেটা অন্যান্য বেশ কয়েকটি দেশও তাদের নিজস্ব জাতীয় স্বার্থে এই পদক্ষেপ নিচ্ছে।"
মন্ত্রকের সংযোজন, "আমরা আবারও বলছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অন্যায় এবং অযৌক্তিক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।"
ভারতীয় পণ্যের উপর শুল্ক নিয়ে মোট ন'দফা নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বলা হয়েছে, রুশ সরকারের কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোভাবে তেল কিনে চলেছে ভারত সরকার। এর ফলে ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক চাপবে। এই নির্দেশিকার ২১ দিনের মাথায়, মধ্যরাত ১২টা বেজে ১ মিনিট থেকে নয়া হারে শুল্ক কার্যকর হবে আমেরিকার বাজারে এসে পৌঁছনো, গুদাম থেকে বের করা ভারতীয় পণ্যের উপর। ট্রাম্প আরও জানিয়েছেন, ভারতের উপর ইতিমধ্যে যে শুল্ক, কর, ফি, আরোপ করা হয়েছে, তার উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপবে। ট্রাম্প জানিয়েছেন, আরও যেমন যেমন তথ্য হাতে পাবেন তিনি, এই নির্দেশিকায় তেমন তেমন রদবদলও ঘটাতে পারেন।






















