IndiGo Flight Mayday Call: মাঝ আকাশে MAYDAY, MAYDAY বলে চিৎকার, জরুরি অবতরণ IndiGo বিমানের, রস্টার থেকে বাদ দুই পাইলট
IndiGo Flight: বৃহস্পতিবার অসমের গুয়াহাটি থেকে তামিলনাড়ুর চেন্নাই যাচ্ছিল IndiGo-র একটি বিমান।

বেঙ্গালুরু: অবতরণের মুখে হঠাৎ জ্বালানিতে টান। বিমান থেকে কন্ট্রোল রুমে এল MAYDAY Call. আমদাবাদের স্মৃতি ফিরল বেঙ্গালুরুতে। কোনও রকমে অন্য বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল IndiGo-র একটি বিমানকে। বিপদ বুঝে মাঝ আকাশ থেকে বিপদবার্তা পাঠান দুই পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই যাত্রী নিয়ে অবতরণ করে বিমানটি। জানা যাচ্ছে, বিমানের দুই পাইলটকে আপাতত ডিউটি রস্টারের বাইরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (IndiGo Flight Mayday Call)
বৃহস্পতিবার অসমের গুয়াহাটি থেকে তামিলনাড়ুর চেন্নাই যাচ্ছিল IndiGo-র একটি বিমান। অন্তর্দেশীয় বিমানটিতে সওয়ার ছিলেন ১৬৮ জন যাত্রী। জানা যাচ্ছে, রানওয়ে ছোঁয়ার সময় হঠাৎই বিপদ অনুভব করেন পাইলটরা। কোনও রকম দেরি না করে উড়ে যান, কন্ট্রোল রুমে MAYDAY Call পাঠান। জরুরি পরিস্থিতিতে বিমানটিকে বেঙ্গালুরু বিমানবন্দের নামানো হয়। গোটা ঘটনায় উড়ান পরিষেবার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আরও জোরাল হল। (IndiGo Flight)
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধে ৭টা বেজে ৪৫ মিনিটে IndiGo-র 6E-6764 (A321) বিমানটির চেন্নাইয়ে নামার কথা ছিল। গুয়াহাটি থেকে বিমানটি রওনা দেয় বিকেল ৪টে বেজে ৪০ মিনিটে। সেই মতো বিমানটি চেন্নাই বিমানবন্দর ছুঁয়েও ফেলে বিমানের ল্যান্ডিং গিয়ার। কিন্তু শেষ মুহূর্তে রানওয়ে থেকে ফের আকাশে উঠে যায় বিমানটি।
রানওয়ে না ছুঁয়ে আকাশে বিমানের উড়ে যাওয়াকে Balked Landing বা Go-Around-ও বলা হয়। বিমানটির অবস্থা স্থিতিশীল না হলে, রানওয়েতে বিধাবিপত্তি থাকলে, আবহাওয়া খারাপ হলে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকলে নিরাপত্তার কথা মাথায় রেখে এমন পদক্ষেপ করা হয়। সেক্ষেত্রে ল্যান্ডিং গিয়ার গুটিয়ে দূরে উড়ে যায় বিমান। ফের নিরাপদে অবতরণের চেষ্টা করেন বিমান। বৃহস্পতিবার IndiGo-র বিমানটিতেও একই ঘটনা ঘটে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ৩৫ মাইল দূরে যখন বিমান, কন্ট্রোল রুমে MAYDAY বার্তা পাঠান দুই পাইলট। যাত্রীরা জানিয়েছেন, আচমকা বিমানটি রানওয়ে থেকে সাঁ সাঁ করে উপরের দিকে উঠতে থাকায়, যাত্রীরা আসন থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন। ভয়ে সিঁটিয়ে যান সকলে। শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে নামে বিমানটি।
IndiGo-র বিমানটিতে জ্বালানি কম ছিল বলে জানা গিয়েছে। পাইলটদের কাছ থেকে বিপদবার্তা পেয়েই বেঙ্গালুরু বিমানবন্দরের কর্মীদের সতর্ক করে দেওয়া হয়। চিকিৎসা পরিষেবা, দমকল পরিষেবা আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল। শেষ পর্যন্ত রাত ৮টা বেজে ২৫ মিনিটে বিমানটি সেখানে অবতরণ করে। গোটা ঘটনায় IndiGo-র তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত।
তবে আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকে গত কয়েক দিনে পর পর একাধিক বিমানে বিপত্তি দেখা গিয়েছে। শুক্রবার মাদুরাই যাওয়ার পথে IndiGo-র আর একটি বিমানে মাঝ আকাশে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ৬৮ জন যাত্রীকে নিয়ে চেন্নাই ফিরে যাওয়ার আর্জি জানান পাইলট। পরে নিরাপদেই অবতরণ করে সেই বিমান।
বিপদ বুঝলে বিমানের পাইলটরা MAYDAY বার্তা পাঠান কন্ট্রোল রুমে। আমদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার পাইলটরাও সেই বার্তা পাঠিয়েছিলেন। বিমান যে আকাশে উড়ছে না, সাঁ সাঁ করে নীচের দিকে নামছে, সেকথা জানান। কিন্তু কিছু করে ওঠার আগেই, কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যায়। ফলে IndiGo-র বিমানে এমন ঘটনা ঘটেছে বলে সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে।






















