১৯৪৭ থেকে বলে বলে হয়রান, নিজেরাই চাঁদা তুলে রাস্তা বানাচ্ছেন অন্ধ্রের গ্রামবাসীরা, তোমরা দেশের প্রেরণা, ট্যুইট সোনুর
ভিডিওটি রিট্যুইট করে সোনু কথা দিয়েছেন, আমি তোমাদের কাছে শীগগিরই গিয়ে দেখা করব। তোমরা গোটা দেশের অনুপ্রেরণা।
This mode of transport: Not any more
Well done Heroes.
We need more individuals like these to take responsibilities on their shoulders and inspire others.
Let’s make this happen. 🇮🇳 https://t.co/MYdAOIgTtK
— sonu sood (@SonuSood) August 24, 2020
ভিডিওটি রিট্যুইট করে সোনু কথা দিয়েছেন, আমি তোমাদের কাছে শীগগিরই গিয়ে দেখা করব। তোমরা গোটা দেশের অনুপ্রেরণা।
এদিকে সোনু ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আটকে পড়া কয়েকজন ছাত্রের দেশে ফেরার বন্দোবস্ত করে ট্যুইট করেছেন, চলো ঘর চলে। নিজের বাড়ি, দেশ, প্রিয়জনেদের কাছে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।
🇮🇳Chalo Ghar Chalein.The feeling of coming back to ur own home, your country, your loved ones is beyond words.We are ready to fly u back to that love.
SG 9286, Manila to Delhi Departure - 10:25pm.
Looking forward to have the third set of our people come back to home.@flyspicejet
— sonu sood (@SonuSood) August 24, 2020
এখানেই শেষ নয়, বলিউডের গন্ডি পেরিয়ে আমজনতার মন জিতে নেওয়া সোনু প্রবাসী রোজগার কর্মসূচির মাধ্যমে
নয়ডায় জামাকাপড়ের কারখানায় কাজের ব্যবস্থা হওয়া ২০ হাজার পরিযায়ী শ্রমিকের থাকার আয়োজনও করলেন।
I am delighted to now offer accommodation for 20,000 migrated workers who have also been provided jobs in garment units in #Noida through @PravasiRojgar. With the support of #NAEC President Shri Lalit Thukral, we will work round the clock for this noble cause 😇 @lalit_thukral pic.twitter.com/XejomrrPaL
— sonu sood (@SonuSood) August 24, 2020