International Flight on Covid19: দেশে বেলাগাম করোনা সংক্রমণ, ৩১ মে পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান: ডিজিসিএ
আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল ডিজিসিএ
![International Flight on Covid19: দেশে বেলাগাম করোনা সংক্রমণ, ৩১ মে পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান: ডিজিসিএ international flights closed until May 31: DGCA International Flight on Covid19: দেশে বেলাগাম করোনা সংক্রমণ, ৩১ মে পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান: ডিজিসিএ](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2019/03/25114632/flight-5.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দিল্লি: দেশে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধের মেয়াদ বাড়ালো ডিজিসিএ। তবে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি বিমানকে ছাড় দেওয়া হয়েছে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ জানিয়েছে, "আন্তর্জাতিক বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের নির্বাচিত কয়েকটি রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে বিমান চলাচলে ছাড় থাকছে।"
যদিও কার্গো অপারেশনের ক্ষেত্রে এই নির্দেশিকা বলবৎ নয় বলেই জানানো হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের অনুমোদন দেওয়া আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না। একই সঙ্গে জরুরী পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনে কিছু বিমানের জন্য অনুমতি দেওয়া হতে পারে হলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কোভিডের কারণে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্থগিত করা হয়েছে। গত বছরের মে মাস থেকে বন্দে ভারত মিশনের অধীনে এবং জুলাই মাস থেকে নির্দিষ্ট দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক এয়ার বাবল-এর মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বিমান চলাচল করছিল।
দিল্লিতে ভয়াবহ করোনা পরিস্থিতি। এই আবহে চলতি সপ্তাহের শুরুতেই ভারতের সমস্ত বিমান বাতিল করেছে অস্ট্রেলিয়া। একই পথে হেঁটেছে কানাডা, আরব-সহ বেশ কয়েকটি দেশ।
প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ। আজই ৩.৮৬ লক্ষ পেরিয়ে গিয়েছে সংখ্যাটা। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকার মতো বেশ কয়েকটি দেশ। আসছে জরুরী অবস্থা মোকাবিলার সামগ্রীও। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত। বেশ কয়েকটি রাজ্য জারি হয়েছে আংশিক লকডাউন। কোথাও নাইট কার্ফু, কোথাও আবার বন্ধ বাজার দোকান। তাতেও সংক্রমণ বাগে আনা যাচ্ছে না।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,৮৬,৪৫২ জন। সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩,৪৯৮ জন। উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজই উচ্চপর্যায়ের একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)