Women's Day 2021 LIVE Updates:আন্তর্জাতিক নারী দিবসে সংসদে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের দাবি
International Womens Day 2021 LIVE Updates:এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম ‘নেতৃত্বে মহিলারা: কোভিড-১৯ কালে বিশ্বে সমতাভিত্তিক ভবিষ্যতের লক্ষ্য’।
LIVE
Background
নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক নারী দিবস। প্রতি বছরই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপিত হয়। সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের সাফল্য উদযাপনের দিন আজ।সমাজে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বজুড়েই প্রতিটি ক্ষেত্রে মহিলাদের দক্ষতা এই দিনটিতে স্মরণ করা হয়।
সেইসঙ্গে লিঙ্গসমতার লক্ষ্য অর্জনের লক্ষ্য ত্বরাণ্বিত করার আহ্বানও প্রতিধ্বনিত হয় এই দিনটিতে। মহিলার সাফল্য উদযাপনই নয়, নারীদের সমানাধিকার সম্পর্কে সচেতনতাও এই দিনটির অন্যতম তাৎপর্য।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম ‘নেতৃত্বে মহিলারা: কোভিড-১৯ কালে বিশ্বে সমতাভিত্তিক ভবিষ্যতের লক্ষ্য’।
এই থিমকে সামনে রেখে এ বার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
রাষ্ট্রপুঞ্জ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)-র অ্যাডমিনিস্ট্রেটর আচিম স্টেইনার এক বিবৃতিতে জানিয়েছেন, বিধ্বংসী অতিমারীর প্রভাব কাটিয়ে বিভিন্ন দেশে ও সম্প্রদায় ধীরে ধীরে ঘুড়ে দাঁড়াচ্ছে। আর এর পরিপ্রেক্ষিতে মহিলা ও শিশুকন্যাদের প্রান্তিকতা ও বিচ্ছিন্নতার অবসানের সুযোগ আমাদের সামনে এসেছে। আর তা করতে গেলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। অতিমারীর ধাক্কা কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলাদের পূর্ণ ভূমিকা পালনের সুযোগ থাকতে হবে।
নারীদিবসে মাস্টার ব্লাস্টারের বার্তা
যে সমস্ত নারীরা আমার জীবনের ভিত্তি, তাঁদেরকে আন্তর্জাতিক নারীদিবসের শুভেচ্ছা। ছবি শেয়ার করে লিখলেন সচিন তেন্ডুলকর
Womens Day 2021: নারী-সুরক্ষায় সদা তৎপর, স্যালুট ‘উইনার্স’
আইন-শৃঙ্খলা থেকে শুরু করে নারী সুরক্ষার জন্য সদা তৎপর কলকাতা পুলিশ। এজন্য বাহিনীকে সব সময় কর্তব্য নিয়ে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেয়।তবুও মাঝেমধ্যেই কোনও কোনও ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল ওঠে। বিশেষ করে মহিলাদের প্রতি অপরাধের ঘটনা অনেক সময়ই শোরগোল ফেলে দেয়। এ ধরনের ঘটনা এড়াতে নানা ধরনের উদ্যোগই নিয়েছে কলকাতা পুলিশ। আন্তর্জাতিক নারী দিবসে কলকাতা পুলিশের এই উদ্যোগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক কিছু তথ্য।
https://bengali.abplive.com/news/kolkata/women-day-2021-kolkata-police-initiative-for-women-safety-by-shakti-and-winners-804822
2021 Womens Day Pics: "প্রত্যেকদিনই নারীদিবস", মা-বোনের ছবি পোস্ট করে বার্তা কঙ্গনার
আজ নারীদিবসে কাছের মানুষদের সঙ্গে ছবি পোস্ট করলেন কঙ্গনা রানওয়াত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'প্রত্যেকদিনই নারীদিবস। কাছের নারীদের সঙ্গে কিছু পছন্দের মুহূর্ত ভাগ করছি। সকলকে নারী দিবসের শুভেচ্ছা।'
https://bengali.abplive.com/photo-gallery/entertainment/in-photos-kangana-ranaut-special-moments-with-her-favourite-womens-on-women-day-celebrations-804806
Womens Day 2021: দিদাকে বলা হল না, তিনিই দেশের প্রথম মহিলা ফায়ার ফাইটার...
ঝকঝকে চেহারা। গভীর চোখ। বুদ্ধিদীপ্ত চাউনি। মুখের হাসিতে মুগ্ধতা। সৌন্দর্যে কোনও অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিতে পারেন। অথচ অভিনয় নয়, তানিয়া সান্যাল পেশা হিসাবে বেছে নিয়েছেন ‘আগুন নিয়ে খেলা’! খেলাই তো। তাঁর বয়সী মেয়েরা যখন কেউ সিনেমা বা মডেলিংয়ের জগতে নাম লেখাচ্ছেন, কেউ ছুটছেন কর্পোরেট চাকরির পিছনে, কেউ হয়তো বেছে নিচ্ছেন শিক্ষকতার মতো গতানুগতিক কাজ, তানিয়া তখন ঝাঁপিয়ে পড়েন বিধ্বংসী আগুনের মধ্যে! জীবনরক্ষার তাগিদে। প্রাণ বাঁচানোই যে তাঁর গুরুদায়িত্ব। ভালবাসার কাজও। ছোটবেলায় তাঁর জীবন ছিল আর পাঁচটা মেয়ের মতোই। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে স্বপ্ন দেখতেন নতুন কিছু করে দেখানোর। সেই জন্যেই ‘অগ্নিপরীক্ষা’ দিয়েছিলেন সদ্য যৌবনে পা দেওয়া বাঙালি কন্যা। মাসের পর মাস কঠিন ট্রেনিং, অবশেষে সাফল্য। দেশের প্রথম ফায়ার ফাইটার হিসাবে কর্মরত কলকাতার মেয়ে তানিয়া। নারীদিবসে জানুন তানিয়ার গল্প
https://bengali.abplive.com/news/aaj-focus-e/international-womens-day-2021-first-woman-fighter-taniya-shannyal-shares-her-story-with-abp-live-804734