এক্সপ্লোর
Advertisement
হাসপাতালে হঁশ ফিরে জানলেন স্ত্রী-র কাটা লটারিতে হয়ে গিয়েছেন লাখপতি
ভারতীয় মুদ্রায় মাত্র ৫০ টাকার বিনিময়ে তাঁর কাটা টিকিট জিতে নেয় লটারি। যার জেরে ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা জেতেন বয়স্ক দম্পত্তি।
লন্ডন: কয়েক ঘণ্টার ব্যবধানে চরম উৎকণ্ঠা বদলে গেল উৎফুল্লতায়। হাসপাতালে ভর্তি বয়স্ক স্বামীর স্বাস্থ্য ও চিকিৎসা করানোর অর্থ নিয়ে দুশ্চিন্তার মাঝে জোড়া সুখরব। আগের দিনই নিজের ভাগ্যের জোর মাপতে স্ত্রী কেটেছিলেন লটারির টিকিট। আর তাতেই এখন লাখপতি বয়স্ক দম্পতি।
লন্ডনের বাসিন্দা বছর সত্তরের পিটার স্মিথ হঠাৎই বড়সড় হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে নিয়ে ছুটতে হয় কিংস কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান, প্রয়োজন দ্রুত অস্ত্রোপচার। সৌভাগ্যবশত তা সম্পন্ন হয় সুষ্ঠুভাবেই। স্বামীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কেটে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও একটা সুখবর পান উইনি।
ভারতীয় মুদ্রায় মাত্র ৫০ টাকার বিনিময়ে তাঁর কাটা টিকিট জিতে নেয় লটারি। যার জেরে ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা জেতেন বয়স্ক দম্পত্তি। লটারি প্রাপ্তি জেরে হাসপাতালের বিল মেটানোর ক্ষেত্রে চিন্তার ভাঁজ কেটে যায় দ্রুত।
পাশাপাশি আগামী বছর ৫০ তম বিবাহবার্ষিকী পালন করবেন পিটার ও উইনি। তাই পথচলার সুবর্ণজয়ন্তীকে মনে রাখার মতো করতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা মালদ্বীপে ঘুরতে যাওয়ার ভাবনাও শুরু করেছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement