এক্সপ্লোর
Advertisement
সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার হবে না, তড়িঘড়ি লকডাউন তুলে নিলে পরিণতি মারাত্মক, হুঁশিয়ারি মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফউচির
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর অ্যান্টনি।
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এরই মধ্যে লকডাউন তুলে নেওয়ার তোড়জোড় শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর তীব্র বিরোধিতা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফউচি। তাঁর হুঁশিয়ারি, ‘তড়িঘড়ি লকডাউন তুলে নিলে করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়বে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর ফউচি। তিনি মার্কিন সেনেট প্যানেলের সদস্যদের সামনে সাড়ে তিন ঘণ্টার শুনানিতে বলেছেন, ‘আমরা ঠিক দিকেই এগোচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে আমরা করোনা ভাইরাস সংক্রমণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। যদি তড়িঘড়ি লকডাউন তুলে নেওয়া হয়, তাহলে আর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। সেক্ষেত্রে শুধু যে বহু মানুষের মৃত্যু হবে তাই নয়, আর্থিক অবস্থা পুনরুদ্ধারের পথেও বাধা আসবে। লকডাউন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকদের মতামত জানা উচিত। সংক্রমণের হার কমা সহ বিভিন্ন ধরনের ইতিবাচক লক্ষণ দেখে তবেই লকডাউন তুলে নেওয়া উচিত।’
মার্কিন প্রেসিডেন্ট লকডাউন তুলে নেওয়ার পক্ষে মতপ্রকাশ করেছেন। কিন্তু সেনেটররা এ বিষয়ে দ্বিমত। রিপাবলিকানরা সংক্রমণের আশঙ্কাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, দীর্ঘদিন লকডাউন জারি থাকলে মানুষের স্বাস্থ্য ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে। ডেমোক্র্যাটরা অবশ্য এখনই লকডাউন তুলে নেওয়ার পক্ষে নন।
এই পরিস্থিতিতে ফউচির মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই প্রশাসনেই কাজ করেছেন। এখন তিনি হোয়াইট হাউসের করোনা ভাইরাস বিষয়ক পরামর্শদাতা। তাঁর মতে, নিউ ইয়র্ক সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে সংক্রমণ বাড়ছে। তাই আপাতত লকডাউন তুলে নেওয়া উচিত নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement