এক্সপ্লোর
Advertisement
নজিরবিহীনভাবে শব্দ বদলে দেওয়া হল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে
অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। এর দ্বিতীয় ছত্রে ছিল ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি। তা পালটে দিয়ে করা হয়েছে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি।
পার্থ: অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের একটি শব্দ বদলে দেওয়া হল। নতুন বছরের উৎসবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন এ কথা জানিয়েছেন। জাতীয় ঐক্যের বার্তা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। এর দ্বিতীয় ছত্রে ছিল ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি। তা পালটে দিয়ে করা হয়েছে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি। প্রধানমন্ত্রী মরিসন দাবি করেছেন, এর ফলে ঐক্যের বার্তা তুলে ধরা হবে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, গত বছর ধরে আমরা আরও একবার অস্ট্রেলীয়দের অপরাজিত শক্তির দেখা পেলাম, তাঁদের সম্মিলিত প্রচেষ্টা বরাবর আমাদের একটি জাতি হিসেবে তুলে ধরেছে। এবার দেখার সময় এসেছে, যাতে এই অসামান্য ঐক্য আরও পূর্ণভাবে আমাদের জাতীয় সঙ্গীতে প্রতিফলিত হয়।
এই জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রস্তাব আনে কমনওয়েলথ। অস্ট্রেলীয় গভর্নর জেনারেল ডেভিড হার্লে সেই প্রস্তাবে সম্মতি দেন, ঠিক হয়, ১৯৮৪-র পর এই প্রথম জাতীয় সঙ্গীতে সংশোধনী আনা হবে। এরপর আজকে প্রধানমন্ত্রী মরিসনের এই ঘোষণা।
অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার গানটি লিখেছেন পিটার ডডস ম্যাককরমিক এবং প্রথমবার এটি গাওয়া হয় ১৮৭৮ সালে। ১৯৪৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বব হকের আনা প্রস্তাবে সম্মতি দিয়ে এটিকে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement