এক্সপ্লোর
নদীর গতিপথ বদলে দিচ্ছে, নেপালের ৩৩ হেক্টর জমি দখল করে নিয়েছে চিন, বলছে রিপোর্ট
নেপালের কৃষিমন্ত্রকের অধীনস্ত জরিপ বিভাগের পক্ষ থেকে ১১টি জায়গার তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০টি জায়গা মিলিয়ে মোট ৩৩ হেক্টর জমি দখল করে নিয়েছে চিন।
কাঠমান্ডু: নেপাল যখন ভারতের একাধিক ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করছে, এমনকী মানচিত্রও বদলে ফেলেছে, তখন তাদের নিজেদের ভূখণ্ডই দখল করে নিচ্ছে চিন। নেপাল সরকারের একটি রিপোর্ট বলছে, নেপালের জমি দখল করার জন্য তিব্বতের রাস্তা তৈরিকে ব্যবহার করছে চিন। অদূর ভবিষ্যতে সীমান্তে ঘাঁটি গেড়েও বসতে পারে চিন।
নেপালের কৃষিমন্ত্রকের অধীনস্ত জরিপ বিভাগের পক্ষ থেকে ১১টি জায়গার তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০টি জায়গা মিলিয়ে মোট ৩৩ হেক্টর জমি দখল করে নিয়েছে চিন। এই রিপোর্টে আরও বলা হয়েছে, নিজেদের ভূখণ্ডের পরিধি বাড়ানোর জন্য নদীর গতিপথও বদলে দিচ্ছে চিন। ১০ একর জমি দখল করা হয়েছে হুমলা জেলায়। সেখানে বাগদারে খোলা নদী ও কর্ণালী নদীর গতিপথ বদলে দিয়েছে চিন। রাসুওয়া জেলায় তিব্বতের নির্মাণকার্যের জন্য ৬ একর জমি দখল করে নেওয়া হয়েছে। তিব্বতের রাস্তা দ্রুত বাড়াচ্ছে চিন। এর ফলে কয়েকটি নদী গতিপথ বদলে নেপালের দিকে বইতে শুরু করেছে। নদীগুলি নেপালের জমির উপর দিয়ে বইছে। এরকম অবস্থা চলতে থাকলে তিব্বতের দিকে নেপালের অধিকাংশ জমিই নদীর গ্রাসে চলে যাবে। এরপর ওই অঞ্চলে সশস্ত্র পুলিশের ছাউনিও তৈরি করতে পারে চিন।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সংঘাত অব্যাবহত। চিনা সেনার হামলায় ভারতের ২০ জন সেনার প্রাণ গিয়েছে। শুধু ভারত বা নেপালই নয়, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ানের সঙ্গেও ভূখণ্ড নিয়ে চিনের বিবাদ রয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গেও চিনের কূটনৈতিক সম্পর্ক ভাল নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement