Donald Trump Oath: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প।
ABP Ananda Live: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার শপথ নিয়ে একাধিক কঠিন সিদ্ধান্তের পথে হাঁটার ঘোষণা করলেন তিনি। অনুপ্রবেশ বন্ধে দিলেন কড়া বার্তা। ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান আরও মজবুত হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, রায় নিয়ে কী বলছেন বাদশা মৈত্র এবং দেবলীনা দত্ত?
আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত...
আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে একজন বিচারক সিদ্ধান্ত নেন। আমার প্রশ্ন সিবিআই- এর কাছে তারা তাদের তদন্তে কী করেছে? তাদের তদন্তে যে এতগুলো কেন, নির্যাতিতার মা-বাবা যে এতগুলো প্রশ্ন করেছেন, তার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই কী তদন্ত করল যে বিচারক এরকম নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না। আগামী দিনে সিবিআইকেই উত্তর দিতে হবে। আর উত্তর দিতে না পারলে তাদের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।'


















