Donald Trump Oath : শপথ নিয়েই ফুল অ্যাকশন মোডে, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় ভারতের উপর কী প্রভাব পড়তে পারে ?
Donald Trump Oath Ceremony : বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ভারতের পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি প্রেসিডেন্ট হওয়ার ফলে, ভারতের অবস্থান মজবুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নয়াদিল্লি : আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার শপথ নিয়ে একাধিক কঠিন সিদ্ধান্তের পথে হাঁটার ঘোষণা করলেন তিনি। অনুপ্রবেশ বন্ধে দিলেন কড়া বার্তা। ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান আরও মজবুত হবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
শপথ নিয়েই ফুল অ্য়াকশন মোডে ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই রাফ অ্য়ান্ড টাফ ! শপথের পরেই জানালেন অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলবেন ! সেইসঙ্গে আমেরিকা-মেক্সিকো সীমান্তে এমার্জেন্সি ঘোষণা করে, সেনা পাঠানোর কথাও জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ফেরত পাঠানোর কথাও ফের একবার জানিয়ে দিলেন ট্রাম্প।
ট্রাম্প শপথ নেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় ভারতের উপর কী প্রভাব পড়তে পারে ? নির্বাচনের আগে এবং শপথের পরে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লক্ষ্য় একটাই 'আমেরিকা ফার্স্ট'।
বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে ভারতের পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি প্রেসিডেন্ট হওয়ার ফলে, ভারতের অবস্থান মজবুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন, ২০১৯ সালে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যা ভারতের পক্ষে অস্বস্তিকর ছিল। পাশাপাশি ট্রাম্প তালিবানের সঙ্গে সমঝোতা করেন এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করে নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ছিল ভারতের স্বার্থের পরিপন্থী। এবারও তিনি সেই অবস্থানই বজায় রাখবেন কি না, সেই জল্পনা থেকেই যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প চিন-বিরোধী হিসেবে পরিচিত। তাঁর প্রথম মেয়াদে আমেরিকা ও চিনের সম্পর্কের বেশ অবনতি দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলেই আশা করা যায়।
অন্য়দিকে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-নীতি ভারতের জন্য় উদ্বেগের কারণ হতে পারে। বিপুল সংখ্যক ভারতীয় মার্কিন তথ্য়প্রযুক্তি সেক্টরে কাজ করেন। তারা ‘H-1B’ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ‘H-1B’ ভিসা নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন। এবারও কি সেই অবস্থান বজায় রাখবেন তিনি ? নাকি ভারতের কথা ভেবে নরম হবেন ?
ভারত সহ বিভিন্ন দেশের ওপর বাণিজ্য় ক্ষেত্রে শুল্কও কি বাড়ানোর পথে হাঁটবেন ট্রাম্প ? দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প 2.0 সরকারে জায়গা করে নিয়েছেন হরমিত কউর ঢিলোঁ, বিবেক রামাস্বামী, কাশ প্যাটেল, জয় ভট্টাচার্য এবং শ্রীরাম কৃষ্ণনরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
