এক্সপ্লোর
Advertisement
করোনা সেরে যাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে ভাইরাস ছড়াচ্ছে না, দাবি দক্ষিণ কোরিয়ার গবেষকদের
এই গবেষণা করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে।
সোল: একবার করোনা আক্রান্ত হওয়ার পর যদি কোনও ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন, তাহলে তাঁদের মাধ্যমে আর এই ভাইরাস ছড়াবে না। তাঁদের শরীরে অ্যান্টিবডিও তৈরি হতে পারে, যার ফলে তাঁরা ফের অসুস্থ হয়ে পড়বেন না। এমনই জানিয়েছেন কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষকরা। তাঁরা করোনা আক্রান্ত ২৮৫ জনের উপর গবেষণা চালিয়ে দেখেছেন, এই ধরনের ব্যক্তিদের হাসপাতাল থেকে সুস্থ ঘোষণা করে ছেড়ে দেওয়ার পর ফের পরীক্ষা করে দেখা গিয়েছে, রিপোর্ট পজিটিভ। তবে তাঁদের কারও শরীরেই দীর্ঘস্থায়ী সংক্রমণ দেখা যায়নি। তাঁদের শরীর থেকে সংগ্রহ করা ভাইরাসের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, সেই ভাইরাসের কোনওরকম বৃদ্ধি হয়নি। এর অর্থ, সংশ্লিষ্ট ব্যক্তিদের শরীরে হয় সংক্রামক নয় এমন বা মৃত ভাইরাস আছে।
এই গবেষণা করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে কিছুটা আশার আলো দেখাচ্ছে। এখন থেকে দক্ষিণ কোরিয়ায় করোনা থেকে সেরে ওঠা কোনও ব্যক্তিকে আর সংক্রামক বলে গণ্য করা হবে না। অন্য দেশগুলিও এই গবেষণার ফল মেনে নিলে, লকডাউন উঠে যাওয়ার পর সংক্রমণের আশঙ্কা কমবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement