এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনার দাপটে বিপর্যস্ত ইতালি, একদিনেই ৯৬৯ জনের মৃত্যু
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইতালি। শুক্রবার পর্যন্ত ইউরোপের এই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬,৪৯৮, যা চিনকেও ছাপিয়ে গিয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি রেসপোন্স বিভাগের সঙ্গে সমন্বয়কারী ইতালির চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে।
রোম: করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইতালি। শুক্রবার পর্যন্ত ইউরোপের এই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬,৪৯৮, যা চিনকেও ছাপিয়ে গিয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি রেসপোন্স বিভাগের সঙ্গে সমন্বয়কারী ইতালির চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট এই তথ্য জানিয়েছে। সংবাদসংস্থা জানিয়েছে, ইতালিতে একদিনের মারা গিয়েছে ৯৬৯ জন। গত ২১ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলে করোনা সংক্রমণের প্রথম ঘটনার পর থেকে একদিনে এত সংখ্যক আক্রান্তের মৃত্যু এর আগে হয়নি।
ইতালিতে করোনার প্রকোপে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,১৩৪। গত বৃহস্পতিবার ৫০ জনের মৃত্যু এই হিসেবের মধ্যে নেই।
জরুরিকালিন জাতীয় কমিশনার ডোমেনিকো আরকুরি একথা জানিয়েছেন। তিনি বর্তমানে সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্টের প্রধান অ্যাঞ্জেলো বোরেলির জায়গায় দায়িত্ব নিয়েছেন। জ্বর হওয়ার অ্যাঞ্জেলো গত দুদিন হোম কোয়ারেন্টিনে গিয়েছেন। যদিও স্বস্তির খবর, তাঁর করোনা টেস্ট নেগেটিভ এসেছে।
যে তথ্য সামনে এসেছে, তাতে এখনও পর্যন্ত ১০,৯৫০ রোগী সেরে উঠেছেন।শুক্রবার ৪,৪০১ জনের টেস্ট পজিটিভ হয়েছে। বর্তমানে সংক্রমণ রয়েছে, এমন আক্রান্তের সংখ্যা ৬৬,৪১৩। এরমধ্যে ৬ শতাংশ অর্থাত্ ৩,৭৩২ জন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে বলে জানিয়েছেন আরকুরি। তথ্য অনুযায়ী, স্বাস্থ্য কর্মীদের মধ্যে প্রায় ৬,৪১৪ জন আক্রান্ত হয়েছেন। ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে।
সাংবাদিক বৈঠকে কমিশনার বলেছেন, ইতালি ও বিশ্বের অন্যত্র পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, এটি কত বড় আন্তর্জাতিক ও ব্যাপক স্বাস্থ্য সংকট। তিনি বলেছেন, এটি আন্তর্জাতিক সংকট। এক্ষেত্রে সহযোগিতা ছাড়া অন্য কোনও রাস্তা নেই। ইতালি এক্ষেত্রে তার দায়িত্ব পালন করছে।
যত বেশি সম্ভব দেশ থেকে এই মহামারি রোধের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রোটেকটিভ গিয়ার ক্রয়ের চেষ্টা করছে। শিল্প উত্পাদন আরও জোরদার করতে ইতালির উত্পাদক ও সামাজিক উদ্যোগগুলিকে এগিয়ে আসার আর্জি জানানো হয়েছে। এ ধরনের ব্যতিক্রমী পরিস্থিতিতে মেডিক্যাল সরঞ্জামের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই এই উদ্যোগ।
এই স্বাস্থ্য সংকটের আঘাত থেকে দেশের শিল্প ও সামাজিক ক্ষেত্রকে সাহায্য করতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, তার পথনির্দেশিকা চূড়ান্ত করার লক্ষ্য কাজ করছেন প্রধানমন্ত্রীী গিসেপ্পে কোন্টের মন্ত্রিসভা। চলতি মাাসের গোড়াতেই ২৫ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement