এক্সপ্লোর
Advertisement
ডেটল সেবন বা ইঞ্জেকশন শরীরের পক্ষে বিপজ্জনক, ট্রাম্পের বেফাঁস মন্তব্যের পর সতর্কবার্তা কোম্পানির
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট চলছে। অতি সংক্রামক এই ভাইরাসকে রুখতে সারা বিশ্বেই গবেষণার কাজ চলছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঝড় তুলেছে। করোনা রোখার নিদান হিসেবে তিনি বলেছেন, শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করে ফুসফুস সাফ করা যায় না? তাঁর এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে লাইজল ও ডেটল প্রস্তুতকারী কোম্পানি ক্রেতাদের তাদের জীবাণুনাশক পণ্য পান বা ইঞ্জেকশন না নেওয়ার আবেদন জানিয়েছে।
নিউইয়র্ক:বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট চলছে। অতি সংক্রামক এই ভাইরাসকে রুখতে সারা বিশ্বেই গবেষণার কাজ চলছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঝড় তুলেছে। করোনা রোখার নিদান হিসেবে তিনি বলেছেন, শরীরে জীবাণুনাশক ইনজেক্ট করে ফুসফুস সাফ করা যায় না? তাঁর এই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে লাইজল ও ডেটল প্রস্তুতকারী কোম্পানি ক্রেতাদের তাদের জীবাণুনাশক পণ্য সেবন না করা বা ইঞ্জেকশন হিসেবে না নেওয়ার আবেদন জানিয়েছে। ডেটল ও লাইজল প্রস্তুতকারী ব্রিটিশ কোম্পানি রেকিটবেনকিসার শুক্রবার এক বিবৃতিতে এই আর্জি জানিয়েছে। কোম্পানি হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের জীবাণুনাশক পণ্য সেবন মানব শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সাম্প্রতিক জল্পনা ও সোশ্যাল মিডিয়ায় চর্চার পরিপ্রেক্ষিতেই এই বিবৃতি বলে জানিয়েছে কোম্পানি।
বিবৃতিতে কোম্পানি বলেছে, স্বাস্থ্য ও স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের বিশ্বের প্রথমসারির সংস্থা হিসেবে আমরা স্পষ্ট করে দিতে চাই যে, কোনও অবস্থাতেই আমাদের জীবাণুনাশক পণ্য মানব শরীরে প্রবেশ (ইঞ্জেকশন, সেবন বা অন্য কোনওভাবে) করানো উচিত নয়।
শুধুমাত্র ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা অনুসারেই তা ব্যবহার করা উচিত।
জন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সঠিক ও সর্বাধুনিক তথ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের রয়েছে বলে কোম্পানি বিবৃতিতে জানিয়েছে।
ট্রাম্পের গত বৃহস্পতিবারের জীবাণুনাশকের ব্যবহার সংক্রান্ত বক্তব্যর পর কোম্পানি এই বিবৃতি জারি করেছে।
ট্রাম্প বলেছিলেন, জীবাণুনাশক করোনাভাইরাসকে এক মিনিটে খতম করে দেয়। আমরা কি এমন কিছু করতে পারি যাতে দেহের মধ্যে জীবাণুনাশক ঢুকিয়ে দেহকে একেবারে জীবাণুমুক্ত করে ফেলা সম্ভব হয়। তা পরীক্ষা করে দেখা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
ট্রাম্প আরও বলেছেন, এটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।
ট্রাম্প প্রশাসনে নিযুক্ত এক চিকিত্সা বিশেষজ্ঞ অবশ্য বলেছেন, জীবাণুনাশক সেবন বা এর ইঞ্জেকশন শরীরের পক্ষে বিপজ্জনক। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান স্টিফেন হান সংবাদমাধ্যমকে বলেছেন যে, শরীরে অভ্যন্তরে জীবাণুনাশক প্রবেশের সুপারিশ তিনি অবশ্যই করবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement