এক্সপ্লোর
Advertisement
ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আগুন, মৃত ৫ করোনা আক্রান্ত
দমকল বিভাগের ডিরেক্টর জিল্লুর রহমান জানিয়েছেন, কী কারণে আগুন লেগেছে, সেটা এখনও স্পষ্ট নয়।
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হাসপাতালে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হল। গতকাল রাত ১০টা নাগাদ গুলশনের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লাগে। আইসোলেশন ওয়ার্ডে থাকা এক মহিলা সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই হাসপাতালের মূল ভবনের বাইরে ব্যাডমিন্টন কোর্টে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল। সেখানেই আগুন লাগে।
দমকল বিভাগের ডিরেক্টর জিল্লুর রহমান জানিয়েছেন, কী কারণে আগুন লেগেছে, সেটা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি।
হাসপাতাল সূত্রে খবর, দমকলের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। মৃতদের বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে। হাসপাতালের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৮,২৯২। মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। তবে বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ, বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো একেবারেই উন্নত নয়। বহু মানুষ চিকিৎসার সুযোগ পাচ্ছেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement