এক্সপ্লোর
Advertisement
প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক
কায়রোর গালা সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
কায়রো: ৯১ বছর বয়সে প্রয়াত মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। ১৯৮১ সালে মিশরের প্রেসিডেন্ট হন তিনি। ক্ষমতায় ছিলেন তিন দশক। ২০১১ সালে গণ-অভ্যুত্থানের ফলে তিনি ক্ষমতা হারান। তাঁকে কারাবন্দি করা হয়। তবে অধিকাংশ অভিযোগই প্রমাণিত না হওয়ায় ২০১৭ সালে মুক্তি দেওয়া হয়। আজ মিশরের সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ২৩ জানুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়। কায়রোর গালা সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
ক্ষমতায় থাকাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মুবারক। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করা এবং ইজরায়েলের সঙ্গে মিশরের শান্তিচুক্তি বজায় রাখার দায়িত্ব পালন করতেন। তবে শেষদিকে তিনি অভূতপূর্ব বিদ্রোহের মুখে পড়েন। কায়রোর তাহরির স্কোয়্যার সহ বিভিন্ন জায়গায় ১৮ দিন ধরে বিক্ষোভ দেখান ১০ হাজারেরও বেশি তরুণ। এই অভ্যুত্থানেই ক্ষমতা হারান তিনি।
১৯২৮ সালে জন্ম হয় মুবারকের। তিনি ১৯৪৯ সালে মিশরের বিমানবাহিনীতে যোগ দেন। পরের বছর তিনি পাইলট হন। ধীরে ধীরে পদোন্নতি হয়ে ১৯৭২ সালে তিনি কম্যান্ডার-ইন-চিফ হন। সিনাইয়ের যুদ্ধে ইজরায়েলের বিমানবাহিনীর সঙ্গে টক্কর দেওয়ার ফলে তিনি জাতীয় নায়ক হয়ে যান। তবে ক্ষমতায় থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতি সহ বহু অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ প্রমাণিত হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement