এক্সপ্লোর
Advertisement
Sputnik V: ভারতে তৈরি হতে চলেছে স্পুটনিক ভি-র ৩০ কোটি ডোজ
Coronavirus Vaccine: আজ ভারতে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, তার নমুনা পরীক্ষা করছে রাশিয়া।
মস্কো: নতুন বছরে ভারতে তৈরি হতে চলেছে স্পুটনিক ভি ভ্যাকসিন। আজ এমনই জানালেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ভারতে চারটি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। আগামী বছর আমাদের জন্য ভারতে ৩০ কোটি বা তার বেশি ডোজের ভ্যাকসিন তৈরি হবে। স্পুটনিক ভি তৈরি করার জন্য ১১০টি সংস্থা আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। তার মধ্যে ১০টি সংস্থা যাবতীয় শর্ত পূরণ করতে পেরেছে। সেই সংস্থাগুলিই এই ভ্যাকসিন তৈরি করবে। সারা বিশ্বে তৈরি হবে রাশিয়ার স্পুটনিক ভি। তবে এই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে যাতে সবরকম সতর্কতা বজায় থাকে, সেটা নিশ্চিত করতে হবে।’
আজ ভারতে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসের যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, তার নমুনা পরীক্ষা করছে রাশিয়া। গতকালই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি ৯৫ শতাংশ কার্যকর। পুতিনকে উদ্ধৃত করে রাশিয়ার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কয়েকজন বিশেষজ্ঞ এমনও দাবি করছেন, স্পুটনিক ভি ৯৬ থেকে ৯৭ শতাংশ কার্যকর।
এদিকে, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। বেড়েছে দৈনিক সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৬ লক্ষ ৬০ হাজার ৩২ জনের। মোট আক্রান্ত ৭ কোটি ৪৮ লক্ষ ৬২ হাজার ৮২। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৮৩ হাজার ২৫৮।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯০ জনের। একদিনে সংক্রমিত ৭ লক্ষ ৪৬ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৫৫৫ জন।
ভারতে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তৃতীয় স্থানে আছে দিল্লি। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭৮৯ জনের। মোট আক্রান্ত ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার ৮৮৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১০।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩১ হাজার ৮৭। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৯১ জন। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৫.৪০ শতাংশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement