এক্সপ্লোর
Advertisement
ইতালিতে আইসিইউ-তে রোগীর চেয়ে রেসপিরেটরের সংখ্যা বেশি
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হলেও, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।
রোম: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ক্রমশঃ সাফল্য পাচ্ছে ইতালি। আক্রান্ত ও মৃতের সংখ্যা যেমন কমছে, তেমনই এবার আইসিইউ-তে যত রোগী আছেন, তার চেয়ে বেশি হয়ে গেল রেসপিরেটর। এমনই জানিয়েছেন ইতালিক করোনা ভাইরাস জরুরি অবস্থা বিভাগের এক্সট্রাঅর্ডিনারি কমিশনার ডমিনিকো আর্কারি। তিনি জানিয়েছেন, ‘এর ফলে আমাদের লড়াই কিছুটা সহজ হবে। এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে আছেন প্রায় আড়াই হাজার রোগী। তার চেয়ে বেশি রেসপিরেটর আছে। আগে আমাদের প্রতি রাতে সিদ্ধান্ত নিতো হত, কোথায় এই যন্ত্র পাঠাব। কারণ, যন্ত্র কম ছিল এবং মানুষের প্রাণ বাঁচাতে হত। এখন আর সেই সমস্যা নেই।’
ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হলেও, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আইসিইউ-তে রোগীর সংখ্যা কমছে। কিছুদিন আগেও হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা শয্যার চেয়ে বেশি হয়ে যাচ্ছিল। কিন্তু এখন রোগী অনেক কমে গিয়েছে। তবে সবই হল অন্তত ২৪ হাজার মানুষের প্রাণ যাওয়ার পর। সেই কারণেই আফশোস করছেন আর্কারি। তাঁর প্রার্থনা, ভবিষ্যতে আর কারও যেন এই ধরনের অভিজ্ঞতা না হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement