এক্সপ্লোর
Advertisement
এডিসন নন, বাল্বের আবিষ্কারক এক কৃষ্ণাঙ্গ বিজ্ঞানী, দাবি জো বিডেনের
বিডেনের বক্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই এসেছে নানা মানুষের নানা আপত্তি।
নয়াদিল্লি: বাল্বের আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয়। দিনের পাশাপাশি রাতের জীবনও যে একইরকম উজ্জ্বল হতে পারে, তা দেখিয়েছিল এই আবিষ্কার। কিন্তু আলো নিয়েও বেঁধে গেল সাদা-কালো দ্বন্দ্ব। কে আবিষ্কার করেছিলেন বাল্ব? শ্বেতাঙ্গ কোনও ব্যক্তি, না কি এক কৃষ্ণকায় বিজ্ঞানী? এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ইতিহাস বইয়ে, বিজ্ঞানের বইয়ে লেখা আছে যে বৈদ্যুতিক বাতি বা বাল্ব আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন। কিন্তু এমন সর্বজনস্বীকৃত তথ্য নিয়েই নতুন করে দানা বাঁধতে শুরু করেছে বিতর্ক। আমেরিকায় ডেমোক্রাট প্রেসিডেন্ট প্রাথী জো বিডেনের দাবি, যুগের পর যুগ ধরে মানুষকে ভুল ইতিহাস শেখানো হচ্ছে। শ্বেতাঙ্গ বিজ্ঞানী এডিসন নন, ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক আসলে একজন কৃষ্ণাঙ্গ। তাঁর নাম লুই লাটিমার। বিডেন বলেন, ‘আমরা ইতিহাসের ক্লাসে ইতিহাস শেখাই না। বৈদুত্যিক বাল্ব যে আসলে আবিষ্কার করেছিলেন একজন কালো মানুষ, এটা স্বীকার করি না আমরা। বহু যুগ ধরে চলে আসা অবিচারের মুখোমুখি হতে হবে আমাদের।’
বিডেনের বক্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই এসেছে নানা মানুষের নানা আপত্তি। বিপুল সংখ্যক নেটিজেনরা বলেছেন, ‘বাল্ব আবিষ্কার করেছিলেন এডিসনই। লাটিমার আবিষ্কার করেছিলেন ফিলামেন্ট, যা বাল্বকে বেশিক্ষণ ধরে জ্বলে থাকতে সাহায্য করে।’ অনেকে আবার লিখেছেন, ‘বিডেন অহেতুক বর্ণভেদকে উস্কানি দিচ্ছেন। এটা ঠিক নয়।’
লুইয়ের জন্ম ম্যাসাচুসেটসের চেলসিতে। টেলিফোন আবিষ্কারেও তাঁর নাম রয়েছে। তিনিই আবিষ্কার করেছিলেন কার্বন ফিলামেন্ট। বেশিক্ষণ লাইট জ্বলায় তা সাহায্য করেছে। পাশাপাশি বাল্ব অনেকখানি সস্তা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement