এক্সপ্লোর
Advertisement
করোনা ভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ফের অর্থসাহায্য করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবচেয়ে বেশি অর্থসাহায্য করত মার্কিন যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন: করোনা ভাইরাস নিয়ে চিনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও কাঠগড়ায় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনের হয়ে কাজ করার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদানও বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। তবে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুদানের একাংশ দিতে চলেছে ট্রাম্প প্রশাসন। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, চিন যে পরিমাণ অর্থ দেয়, সেটাই দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিভিন্ন দেশ করোনা সংক্রমণের জন্য চিনকে দায়ী করলেও, এ কথা মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই কারণেই ট্রাম্প তীব্র আক্রমণ করেন। তাঁর দাবি, এটি চিনের জনসংযোগ মাধ্যম। চিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সবচেয়ে বেশি অর্থসাহায্য করত মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ১৪ এপ্রিল ট্রাম্প এই সাহায্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করায় সমস্যায় পড়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের অর্থসাহায্য দেওয়া শুরু করে এবং চিনের সমান অর্থ দেয়, তাতেও অবশ্য খুব একটা লাভ হবে না। কারণ, ট্রাম্প প্রশাসন অতীতে যে পরিমাণ অর্থসাহায্য করত, তার দশভাগের একভাগ দেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement